স্পোর্টস ডেস্কঃ গত বছর সেপ্টেম্বর মাসে মহাদেব বেটিং অ্যাপ নামক একটি অনলাইন গেমিং প্ল্যাটফর্মের মাধ্যমে বিপুল আর্থিক দুর্নীতির খোঁজ পায় ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। সেই ঘটনার তদন্তে ভারতের অনেক জুয়াড়ির নাম উঠে আসে। সেখানে নাম আছে বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানের বোন জান্নাতুল হাসানের।
ভারতের গণমাধ্যমের প্রতিবেদনের মারফত জানা গেছে, 11wicket.com’ নামে একটি অনলাইন বেটিং (অনলাইনে বাজি ধরা) অ্যাপে বিনিয়োগ করেছেন জান্নাতুল হাসান। মূলত ইডির তদন্ত কর্মাকর্তাদের কাছে সাকিবের বোনের নাম প্রকাশ করেছেন গ্রেফতার হওয়া সুরজ চোখানি। জানা গেছে, এই জুয়াড়ি বাংলাদেশে 11wicket.com নামে একটি অ্যাপে বিনিয়োগ করেছিলেন।
এদিকে গত কয়েক আগে মহাদেব বেটিং অ্যাপকাণ্ডে চোখানির সঙ্গে গিরিশ তালরেজাকেও গ্রেফতার করেছিল ইডি। রায়পুরের একটি আদালতে তাঁদের তোলাও হয়েছিল। এরপর তদন্তে নামে ইডি। সেখান থেকেই জানতে পারা যায় যে চোখানি এই সংস্থায় টিবরেওয়ালস শেয়ারে কয়েকশো কোটি টাকা বিনিয়োগ করেছে। পাশাপাশি কাঠমান্ডুর একটি ক্যাসিনোয় ৪০ কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে বলে খবর। বাংলাদেশেও তাদের এজেন্ট আছে বলে জানা গেছে ভারতীয় গণমাধ্যম মারফত।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post