নিজস্ব প্রতিবেদক:: বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা ছুটিতে আছেন। জাতীয় দলের ফুটবলাররা চাঁদ রাতে দেশবাসীকে দিয়েছেন ঈদ উপহার। ১৪ বছর পর সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল নিশ্চিত করেছেন তারা। ভারতের ব্যাঙ্গালুরুতে ঈদুল আযহা উদযাপন করেছেন ফুটবলাররা।
আফগান সিরিজের বিরতিতে দেশেই ঈদ উদযাপন করেছেন ক্রিকেটাররা। পরিবারের সাথে মাগুড়ায় সাকিব, ঢাকায় তামিম ইকবাল, বগুড়ায় মুশফিকুর রহিম, সাতক্ষীরায় মুস্তাফিজুর রহমানরা ঈদুল আযহা উদযাপন করেছেন। নিজেদের গ্রামে ঈদের নামাজ আদায় করেছেন নাসুম আহমদ, মেহেদী হাসান মিরাজরা।
গ্রামের মানুষের সাথে ঈদের নামাজ আদায় করে ক্রিকেটাররা নিজেদের মতো করে পশু কোরবানী দিয়েছেন। গ্রামের মানুষদের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করেছেন। ঈদের পরপরই শুরু হবে আফগান সিরিজের ক্যাম্প। তার আগে পরিবার, পরিজনদের সাথে কিছুটা সময় কাটাচ্ছেন ক্রিকেটাররা।
নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্রিকেটার, ফুটবলাররা অন্যান্য খেলোয়াড়রা ভক্ত-সমর্থকদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। শান্তি ও বরকত কামানা করেছেন দেশবাসীর জন্য।
ভারতের ব্যাঙ্গালুরুতে থাকা জাতীয় দলের ফুটবলাররা এক সঙ্গেই ঈদের নামাজ পড়েছেন স্থানীয় একটি মসজিদে। আগের রাতে ভুটানকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করা খুশ মেজাজে আছেন ক্রিকেটাররা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post