স্পোর্টস ডেস্কঃ অভিমন্যু ইশ্বরনকে ডাকা হয়েছে ভারতের টেস্ট দলে। রুতুরাজ গায়কোয়াড় ইনজুরিতে পড়ায় সুযোগ পেয়েছেন তিনি। ২৬ তারিখ থেকে সেঞ্চুরিয়নে শুরু হবে দক্ষিণ আফ্রিকা-ভারতের বক্সিং ডে টেস্ট। যা আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।
ওয়ানডে সিরিজে ফিল্ডিংয়ের সময় আঙুলে পাওয়া চোটে রুতুরাজের লাল বলের সিরিজ থেকে ছিটকে পড়েন। তাঁর জায়গায় ডাকা হয় ইশ্বরনকে। শনিবার বিবৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড-বিসিসিআই। রুতুরাজের জায়গায় সুযোগ পাওয়া ইশ্বরনকে মূলত ‘ব্যাকআপ’ ওপেনার হিসেবে নেওয়া হয়েছে।
সেঞ্চুরিয়নে আগামী মঙ্গলবার শুরু প্রথম টেস্টে রোহিত শার্মার উদ্বোধনী সঙ্গী হিসেবে দেখা যেতে পারে জস্বভী জয়সওয়ালকে। গত জুলাই-অগাস্টে ভারতের সবশেষ টেস্ট সিরিজে উইন্ডিজের বিপক্ষে অভিষেকেই আলো ছড়ান তরুণ এই ব্যাটার। এদিকে এখন পর্যন্ত ৮৮টি প্রথম শ্রেণির ম্যাচে ৪৭.২৪ গড়ে ইশ্বরনের রান সাড়ে ৬ হাজার। সেঞ্চুরি আছে ২২টি, ফিফটি ২৬টি। সর্বোচ্চ ইনিংস অপরাজিত ২৩৩।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post