স্পোর্টস ডেস্কঃ আসন্ন ওয়ানডে বিশ্বকাপের দল ঘোষণা করল নেদারল্যান্ডস। ভারতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপের জন্য দুই অভিজ্ঞ ক্রিকেটার কলিন অ্যাকারম্যান ও ভ্যান ডার মারওয়েকে দলে ফিরিয়েছে ডাচরা। আগামী ৬ অক্টোবর হায়দরাবাদে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করবে নেদারল্যান্ডস।
বিশ্বকাপের আগে ৩০ সেপ্টেম্বরে অস্ট্রেলিয়া ও ৩ অক্টোবর ভারতের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে নেদারল্যান্ডস। আসন্ন বৈশ্বিক আসরের জন্য ঘোষিত দলে ফেরানো মারওয়ে মারউই গত টি-টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলারের দুর্দান্ত এক ক্যাচ নিয়েছিলেন। ম্যাচটা জিতে প্রোটিয়াদের টুর্নামেন্ট থেকে বিদায় করে দিয়েছিল ডাচরা।
এদিকে গত বছরের বিশ্বকাপে নেদারল্যান্ডসের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান করেন অ্যাকারম্যান। এবার ওয়ানডেতেও দলটি ভরসা রাখল অভিজ্ঞ এই ব্যাটারে। এছাড়াও দলে আছেন অভিজ্ঞ অলরাউন্ডার বাস ডি লিড। বিশ্বকাপ বাছাইয়ে উইন্ডিজের বিপক্ষে জয়ের নায়ক ছিলেন তিনি।
নেদারল্যান্ডসের বিশ্বকাপ দল- স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), ম্যাক্স ও’ডাউড, ব্যাস ডি লিড, বিক্রম সিং, তেজা নিদামানারু, পল ভ্যান মিকিরান, কলিন অ্যাকারম্যান, ভ্যান ডার মারওয়ে, লোগান ভ্যান বিক, আরিয়ান ডাট, রিয়ান ক্লেইন, ওয়েসলি বারেসি, সাকিব জুলফিকার, শারিজ আহমেদ এবং সাইব্র্যান্ড এঞ্জেলব্রেচ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post