স্পোর্টস ডেস্ক:: দীর্ঘ এক বছরেরও বেশি সময় ধরে দলে নেই পেসার ইবাদত হোসেন। হাঁটুর জঠীল অস্ত্রোপাচা শেষে আছেন দীর্ঘ পুর্নবাসন প্রক্রিয়ায়। মিস করেছেন এশিয়া কাপ, বিশ্বকাপের মতো আসরগুলো।
অবশেষে তিনি জাতীয় দলে ফিরছেন। ভারত সফরের দলে থাকবেন সিলেটের এই পেসার। তবে তার খেলা নির্ভর করছে চিকিৎসকদের রিপোর্টের ওপর। চিকিৎসকদের নজরে রাখতেই ইবাদতকে ভারত সফরের দলে নেওয়া হবে।
স্বাগতিক ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগে চিকিৎসক পর্যবেক্ষন করবেন। তাতে ফলাফল পজেটিভ হলে টেস্ট দলে ফিরতে পারেন তিনি। ইবাদত ইতিমধ্যে বোলিং শুরু করেছেন। চিকিৎসকদের তত্ত্বাবধানে থেকে নিয়মিত বোলিং করছেন।
ভারত সফরের দলে থাকা নিয়ে ইবাদত সাংবাদিকদের বলেন, ‘আমাকে ফিজিও, ট্রেনার ও ফাস্ট বোলিং কোচ যে প্রোগ্রাম দিয়েছেন, সেটা ফলো করছি। এখনো ১০০% সামর্থ্য দিয়ে বোলিং করার অনুমতি দেয়নি। আমি ৭০-৮০%, এ রকম কাছাকাছি সামর্থ্যে কাজ করছি। আমাকে হয়তো ভারত সফরে দলের সঙ্গে নেওয়া হবে। সেখানে বোলিং সাপোর্টটা পাব, ডাক্তার, ফিজিও, ট্রেনার…সব সাপোর্ট পাব। সেখানে গিয়ে আমার ফিটনেস পরীক্ষা করে দেখবে, এরপর সিদ্ধান্ত নেবে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০