স্পোর্টস ডেস্কঃ ভারত সফরে ১৬ সদস্যের দল ঘোষণা করল ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। ইংলিশদের ঘোষিত দলে বিশেষজ্ঞ স্পিনার রাখা হয়েছে চার জন। এছাড়া দলে ডাক পেয়েছেন তিন নতুন ক্রিকেটার। তাদের একজন পেসার গাস আটকিনসন। সম্প্রতি যিনি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলেছেন। তবে টেস্ট খেলা হয়নি তার এখনও। দলে ঢুকেছেন বাঁ-হাতি স্পিনার টম হার্টলি ও ডানহাতি স্পিনার শোয়েব বাশির।
আগামী ২৫ জানুয়ারি হায়দরাবাদে প্রথম টেস্ট দিয়ে অভিযান শুরু করবে ইংল্যান্ড। বিশাখাপত্তনমে দ্বিতীয় টেস্ট শুরু ২ ফেব্রুয়ারি। ১৫ ফেব্রুয়ারি থেকে তৃতীয় টেস্ট হবে রাজকোটে। রাঁচিতে ২৩ ফেব্রুয়ারি শুরু চতুর্থ টেস্ট। শেষ টেস্ট হবে ধর্মশালায়, ৭ মার্চ থেকে।
গত অ্যাশেজে খেলা পেসার ক্রিস ওকসের দলে জায়গা হয়নি। গত মাসে হাঁটুতে অস্ত্রোপচার করানো অধিনায়ক বেন স্টোকস এই সফরে বোলিং করতে পারবেন নাকি শুধু বিশেষজ্ঞ ব্যাটসম্যান হিসেবে খেলবেন, সেটিই এখন দেখার।
ইংল্যান্ডের টেস্ট দল: বেন স্টোকস (অধিনায়ক), রেহান আহমেদ, জেমস অ্যান্ডারসন, গাস আটকিনসন, জনি বেয়ারস্টো, শোয়াইব বাশির, হ্যারি ব্রুক, জ্যাক ক্রলি, বেন ডাকেট, বেন ফোকস, টম হার্টলি, জ্যাক লিচ, অলি পোপ, অলি রবিনসন, জো রুট ও মার্ক উড।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post