নিজস্ব প্রতিবেদকঃ চলতি আসরে বেশ দারুণ বোলিং করছেন নাহিদ রানা। মঙ্গলবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ঢাকা ক্যাপিটালসকে ধসিয়ে দেওয়ার অন্যতম নায়ক তিনি। তিন ওভার বল করে ২১ রানের খরচায় পেয়েছেন ৩ উইকেট।
ভালো পারফর্ম করায় তৃপ্ত নাহিদ, ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এই পেসার বলেন, ‘আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। এই জিনিসটা এখন হচ্ছে। আমি চেষ্টা করছি কঠিন সময়টা কিভাবে সারভাইব করা যায়। যে জিনিসটা হার্ড ওয়ার্ক করতাম এখন ওই জিনিসটা কাজে দিচ্ছে। চেষ্টা থাকবে যত লম্বা সময় এটা নিয়ে যাওয়া যায়।’
এদিকে চলতি বিপিএলে টানা পঞ্চম জয়ের দেখা পেয়েছে রংপুর। দলের এমন পারফরম্যান্স নিয়ে নাহিদ আর বলেন, ‘আসলে আমাদের হচ্ছে টিম বন্ডিংটা অনেক ভালো। টিম ধরেন মাঠে বলেন, মাঠের বাইরে বলেন এবং আমাদের কোচ ধরেন যাদের যে প্লেয়ারকে যে প্ল্যান দেয় সেটা মাঠের মধ্যে এক্সিকিউট করার চেষ্টা করি। আমাদের টিম বন্ডিংটা অনেক ভালো। এটার জন্য হচ্ছে মাঠে পারফর্মটা ভালো হচ্ছে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০০০