স্পোর্টস ডেস্কঃ জয়ের ধারাতেই ছিল ম্যানচেস্টার ইউনাইটেড। তবে হঠাৎ লিডস ইউনাইটেডের কাছে হোঁচট খেল এরিক টেন হাগের দল। বুধবার রাতে লিডসের বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে রেড ডেভিলরা। ওল্ড ট্রাফোর্ডে ম্যাচের প্রথম মিনিটেই গোল করে এগিয়ে যায় লিডস। ১৯ বছর বয়সী উইলফ্রেড জিনন্তো দলকে ওই লিড এনে দেন। ৪৮ মিনিটে রাফায়েল ভারানের আত্মঘাতী গোলে ২-০ গোলে পিছিয়ে পড়ে ম্যানইউ।
৬২ মিনিটে এক গোল শোধ করে ম্যাচে ফেরে ম্যানইউ। গোল করেন মার্কোস রাশফোর্ড। তাকে গোল করান ডিয়াগো ডালট। আট মিনিট পরে দলকে সমতায় ফেরান টেন হ্যাগের অধীনে ‘আরেকটি সুযোগ’ পাওয়া জর্দান সানচো। ম্যাচ শেষে দলের পারফরম্যান্স নিয়ে ভালো-মন্দ দুই রকম অনুভূতিই আছে কোচ টেন হাগের।
টেন হাগ বলেন, ‘আমার অনুভূতি মিশ্র। ২-০ গোলে পিছিয়ে থেকেও ড্র করতে পারার পর হতাশ হওয়াটা হয়তো ঠিক নয়। তবে অন্য দিকে, মাঠে দুই দলের পারফরম্যান্স দেখে এবং এতগুলো সুযোগ তৈরি করার পর এই ম্যাচগুলি জিততে হবে। দুই অর্ধেই আমরা যেভাবে খেলাটা শুরু করেছি, তা মেনে নেওয়ার মতো নয়।’
লিগে ২২ ম্যাচে ১৩ জয় ও চার ড্রয়ে ৪৩ পয়েন্ট নিয়ে তিনে ম্যান ইউ। ২ পয়েন্ট বেশি নিয়ে দ্বিতীয় স্থানে পেপ গার্দিওলার দল সিটি, এক ম্যাচ কম খেলেছে তারা। ২০ ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্সেনাল। ২১ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে ১৬ নম্বরে লিডস।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post