স্পোর্টস ডেস্কঃ লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে হারের স্বাদ পেল রাজস্থান রয়্যালস। বুধবার ১৫৪ রান তাড়ায় ১০ রানে হেরেছে প্রতিযোগিতার প্রথম আসরের চ্যাম্পিয়নরা। ওপেনিং জুটিতে ৮৭ রান করে তারা। যশস্বী জসওয়াল ২টি চার ও ৪টি ছক্কায় ৩৫ বলে ৪৪ রান করেন। জস বাটলার ৪টি চার ও ১টি ছক্কা্য ৪১ বলে ৪০ রানের ধীর ইনিংস খেলে মাঠ ছাড়েন।
দেবদূত পাডিক্কাল ২১ বলে ২৬ ও রিয়ান পরাগ ১২ বলে ১৫ রান করেন। স্যামসন ২ রান করে রান-আউট হন। ব্যক্তিগত ২ রানে সাজঘরে ফেরেন শিমরন হেটমায়ার। রানের খাতা খুলতে পারেননি ধ্রুব জুরেল। ৩ রানে নট-আউট থাকেন অশ্বিন।
লখনৌর হয়ে আবেশ খান ২৫ রানে ৩টি উইকেট নেন। ২৮ রানে ২টি উইকেট নেন মার্কাস স্টাইনিস। ম্যাচের সেরা হন মার্কাস। ম্যাচ হারলেও ৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের এক নম্বরে আছে রাজস্থান। ৬ ম্যাচে ৮ পয়েন্ট লখনৌর। নেট রান-রেটে পিছিয়ে থাকায় লিগ টেবিলের দ্বিতীয় স্থানে অবস্থান কেএল রাহুলের দলের।
এর আগে টস হেরে ব্যাটিং করতে নেমে ৭ উইকেট হারিয়ে ১৫৪ রান তোলে লখনৌ। সফরকারীদের হয়ে সর্বোচ্চ ৫১ রানের ইনিংস খেলেন কাইল মেয়ার্স। এ ছাড়া রাহুল ৩৯, নিকোলাস পুরান ২৯ এবং স্টইনিস ২১ রান করেছেন। রাজস্থানের হয়ে দুটি উইকেট নিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post