স্পোর্টস ডেস্ক:: সৌদীর ফুটবল তারকা ফুটবলারদের পেছনে ছুঁটছে। এবার প্রো লিগের ক্লাবের চোখ পড়েছে ব্রাজিলিয়ান সুপার স্টার রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিউস জুনিয়রকে। এই তারকাকে ফুটবলারকের পেতে কাঁড়ি কাঁড়ি টাকা নিয়ে মাঠে নেমেছে সৌদীর ক্লাব। একের পর এক প্রস্তাব যাচ্ছে ভিনির কাছে।
ইএসপিএন জানায়, ভিনিসিউসকে পেতে ৫ বছরে প্রায় ১০০ কোটি ইউরো বা ১২ হাজার ৬৬৪ কোটি টাকার প্রস্তাব পাঠিয়েছে প্রো লিগের একটি ক্লাব। এমন লোভনীয় অফারের পর ব্রাজিলিয়ান তারকা চলে যাওয়ার শঙ্কা দেখছে রিয়াল মাদ্রিদ। তাকে রেখে দিতে তাই নতুন কৌশলে এগুচ্ছে ক্লাবটি।
বর্তমান চুক্তি অনুযায়ী ভিনিসিউস জুনিয়রের সাথে ২০২৭ সালের জুন পর্যন্ত চুক্তি আছে রিয়ালের। ক্লাবটি এখনি নতুন করে চুক্তি নবায়নের চেষ্টা করছে। বর্তমান চুক্তি শেষের আগেই তাকে আবারো বেঁধে ফেলার কৌশলে এগুচ্ছে রিয়াল। চুক্তি নবায়নের দর কষাকষি শুরু করেছে ক্লাবটি। স্বাভাবিক সময়ের চেয়ে বেশি সময় আগেই চুক্তি নবায়নের চেষ্টা করছে রিয়াল। যাতে দ্রুত সমঝোতায় পৌঁছে তাঁকে বেঁধে ফেলতে পারে দলটি।
ইএসপিএন জানিয়েছে, ব্রাজিলিয়ান তারকার প্রতিনিধির সঙ্গে এরই মধ্যে আলাপ শুরুর প্রস্তুতি নিয়েছে রিয়াল। বর্তমান চুক্তি নিয়ে এই তারকা ফুটবলার খুব একটা সন্তুুষ্ট নয়। তার প্রতিনিধিরা রিয়ালকে সেটিই জানিয়েছেন। নতুন চুক্তিতে তাই বেতন-ভাতা, বোনাস-সহ নানা বিষয়ে দুই পক্ষ সমঝোতায় পৌঁছানোর চেষ্টা করছে।
তবে সংবাদমাধ্যম দ্য অ্যাথলেটিক জানিয়েছে, চুক্তি নবায়নের প্রস্তাব ভেবে দেখছেন ভিনিসিউস জুনিয়র। যদিও তিনি রিয়ালের প্রস্তাবে খুব খুশি হননি। কারণ দলটি যে সুযোগ-সুবিধার প্রস্তাব দিয়েছে তাতে তিনি সন্তুুষ্ট নন। অবশ্য ভিনিসিউস জুনিয়র রিয়ালে থাকার ইচ্ছে প্রকাশ করেছেন। সম্প্রতি তিনি বলেন, ‘আমার জন্য ১০০ গোলে পৌঁছানো এবং ক্লাবের ইতিহাসের অংশ হওয়া খুব গুরুত্বপূর্ণ।’ এখন শেষ পর্যন্ত অর্থের হাতছানি দূরে ঠেলে ভিনিসিয়ুস ইতিহাসের অংশ হয়ে থাকতে চান কি না, সেটাই দেখার অপেক্ষা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০