স্পোর্টস ডেস্কঃ লা লিগায় বর্ণবাদের শিকার হয়েছেন ভিনিসিয়াস জুনিয়র। গেল রোববার ভ্যালেন্সিয়ার মাঠে আতিথ্য নিতে যাওয়া রিয়াল মাদ্রিদ ম্যাচ হারে ১-০ গোলে। তবে সেই হার ছাপিয়ে বিশ্বজুড়ে তীব্র সমালোচনা হয়েছে ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াসের বর্ণবাদের শিকার হওয়া নিয়ে।
এই ফরোয়ার্ডকে বর্ণবাদী আচরণের জেরে সম্প্রতি উত্তাল হয়ে উঠেছে ফুটবল দুনিয়া। খোদ ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো পর্যন্ত সমালোচনা করেছেন এর। ভিনিসিয়াসের বর্ণবাদী আচরণে শিকার হওয়া নিয়ে সবচেয়ে বেশি সোচ্চার ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)।
সিবিএফ বর্ণবাদবিরোধী কার্যক্রম শুরু করেছে ইতিমধ্যেই। এর মধ্যেই নিয়েছে সবচেয়ে বড় ধাপ। ভিনিসিয়াসের সমর্থনে বর্ণবাদবিরোধী প্রচারণার অংশ হিসেবে দুটি আফ্রিকান দেশের সাথে প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। শুক্রবার নেইমারদের প্রীতি ম্যাচ খেলার বিষয়টি নিশ্চিত করেছে সিবিএফ।
আগামী ১৭ জুন প্রথম ম্যাচে ব্রাজিলের প্রতিপক্ষ গিনি। যেটি কিনা অনুষ্ঠিত হবে স্পেনের বার্সেলোনায়। ঠিক ৩ দিন পর পর্তুগালের লিসবনে দ্বিতীয় ম্যাচে সেলেসাওরা খেলবে সেনেগালের বিপক্ষে। এই ম্যাচগুলোতে বর্ণবাদবিরোধী অবস্থান নিয়ে আলাদা কিছু করে দেখাবে সিবিএফ।
এদিকে বিশ্বকাপের পর এখনও নতুন কোচ নিয়োগ দিতে পারেনি ব্রাজিল। যার ফলে এই প্রীতি ম্যাচ দুটিতেও র্যামন মেনেজেসের অধীনেই খেলবে পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। মেনেজেস বর্তমানে অনূর্ধ্ব-২০ ফুটবল বিশ্বকাপে ব্রাজিল দলের কোচের দায়িত্ব পালন করছেন। জাতীয় দলের দায়িত্ব পালন করতে বয়সভিত্তিক দল থেকে ছুটি নেবেন তিনি। রোববার প্রীতি ম্যাচ দুটির জন্য দল ঘোষণা করার কথা রয়েছে ব্রাজিলের।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post