স্পোর্টস ডেস্কঃ চোটের কারণে ২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বের শুরুর দুই ম্যাচে খেলতে পারেননি ভিনিসিয়াস জুনিয়র। চোট কাটিয়ে এবার ব্রাজিল দলে ফিরেছেন রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড। তাঁকে রেখে সামনের দুই ম্যাচের জন্য দল ঘোষণা করেছেন ভারপ্রাপ্ত কোচ ফার্নান্দো দিনিজ।
আগামী ১৩ ও ১৮ অক্টোবর যথাক্রমে ভেনেজুয়েলা ও উরুগুয়ের বিপক্ষে বাছাইয়ের ম্যাচ খেলবে ব্রাজিল। ভিনিকে সর্বশেষ দুটি ম্যাচে ছাড়াই মাঠে নেমেছিলেন নেইমার-অ্যালিসন বেকাররা। এদিকে আসন্ন দুই ম্যাচের জন্য অন্তর্বর্তী কোচ ফার্নান্দো দিনিজ ২৩ সদস্যের দল ঘোষণা করেছেন।
সর্বশেষ দুই ম্যাচের আগে ঘোষিত দলে ছিলেন ভিনি। চোটে পড়ার কারণে তাঁকে বাদ দিয়ে দলে ফেরানো হয় বার্সেলোনায় খেলা রাফিনহাকে। ছন্দে ফেরার কারণে এবার জায়গা ছাড়তে হয়নি এই উইঙ্গারকে। ভিনির সঙ্গে জায়গা হয়েছে তাঁরও। অর্থাৎ ভেনুজুয়েলা-উরুগুয়ে ম্যাচের দলে ভিনি-রাফিনহা দুজনই আছেন।
এদিকে সাবেক প্রেমিকার সাথে অশোভন আচরণের দায়ে দল থেকে বাদ পড়া অ্যান্থনি এবারও ব্রাজিল দলে ডাক পান নি। তাঁর জায়গায় নেওয়া হয়েছিল আর্সেনালে খেলা গাব্রিয়েল জেসুসকে। ভেনুজুয়েলা-উরুগুয়ে ম্যাচের দলে দলে আছেন এই ফরোয়ার্ড। দলে বড় চমক নেই। অক্টোবরের বাছাই পর্বের পর নভেম্বর মাঠে নামবে ব্রাজিল-আর্জেন্টিনা।
ব্রাজিল দল: এডারসন, অ্যালিসন, লুকাস পেরি, দানিলো, রেনান লোদি, গ্যাব্রিয়েল ম্যাগালহায়েস, মার্কিনহোস, নিনো, ভেন্ডারসন, কাইয়ো হেনরিক, আন্দ্রে, ব্রুনো গুইমারেস, ক্যাসেমিরো, জোয়েলিনটন, রাফায়েল ভেইগা, গারসন, গ্যাব্রিয়েল জেসুস, মাথিয়ুস কুনহা, নেইমার জুনিয়র, রিচার্লিসন, রাফিনিয়া, রদ্রিগো এবং ভিনিসিয়াস জুনিয়র।
Discussion about this post