স্পোর্টস ডেস্কঃ স্প্যানিশ লা লিগায় মৌসুমের দ্বিতীয় হার দেখল রিয়াল মাদ্রিদ। শনিবার ভিয়ারিয়ালের বিপক্ষে ২-১ গোলে হারল কার্লো আনচেলত্তির দল। এই হারে লিগ টেবিলে বার্সেলোনার চেয়ে আরো পিছিয়ে পড়ল মাদ্রিদের জায়ান্টরা। ইরেমি পিনো ভিয়ারিয়ালকে এগিয়ে নেওয়ার পর রিয়ালকে সমতায় ফেরান করিম বেনজেমা। কিন্তু পরে জেরার্দ মরেনোর গোলটি গড়ে দেয় ম্যাচের ভাগ্য।
ম্যাচ হেরে পেনাল্টির অজুহাত দিচ্ছেন না রিয়াল কোচ। প্রতিপক্ষ অনেক ভালো খেলেই জিতেছে, অকপটে বলছেন কার্লো আনচেলত্তি। বক্সে ভেতর রিয়ালের ডিফেন্ডার ডেভিড আলাবার হাতে বল লাগলে পেনাল্টি পায় ভিয়ারিয়াল। গোল করেন মোরেনো। সেই গোলই শেষ পর্যন্ত গড়ে দেয় ব্যবধান। অনেক ক্ষেত্রেই এসব পেনাল্টি বিতর্কের খোরাক জোগায়।
ম্যাচ শেষ আনচেলত্তি জানান, ভিয়ারিয়ালের জয়টা পুরোপুরি প্রাপ্য ছিল। তিনি বলেন, ‘প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ হয়েছে এবং লড়াই হয়েছে বেশ। তবে আমার মনে হয়, ভিয়ারিয়াল আমাদের চেয়ে ভালো খেলেছে। জয়টা তাই তাদেরই প্রাপ্য। আমরা ভালো খেলিনি, বিশেষ করে রক্ষণে। খুব ভালোভাবে রক্ষণ সামলাতে পারিনি আমরা, আঁটসাঁট ছিলাম না যথেষ্ট।’
এই হারে লিগ টেবিলে শীর্ষে ফেরার সুযোগ হাতছাড়া হলো রিয়ালের। ১৬ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে তারা। এক ম্যাচ কম খেলা বার্সোলোনা গোল পার্থক্যে এগিয়ে রয়েছে শীর্ষে। ২০১৮ সালের পর রিয়ালকে হারানোর দারুণ তৃপ্তি পাওয়া ভিয়ারিয়াল ২৭ পয়েন্ট নিয়ে আছে পঞ্চম স্থানে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post