স্পোর্টস ডেস্কঃ শোয়েব বশিরের পর ইংল্যান্ডের আরেক ক্রিকেটার ভারতের ভিসা জটিলতায় পড়ে বিমানবন্দরে আটকে ছিলেন। পাকিস্তানি বংশোদ্ভূত রেহান আহমেদকে রাজকোট বিমানবন্দরে অনেকটা সময় আটকা থাকতে হয়। সিরিজের দ্বিতীয় টেস্টের পর তৃতীয় টেস্টের মাঝে ৬ দিনের ছুটিতে আবুধাবিতে গিয়েছিলেন ইংলিশ ক্রিকেটাররা। সেখান থেকে ফেরার পথে রাজকোটের হিরাসার বিমানবন্দরে আটকা পড়েন রেহান। কারণ এই লেগ স্পিনারের ভারতের ভিসা ছিল ‘সিঙ্গেল এন্ট্রি।’
এর আগে সিরিজ শুরুর আগে দলের সঙ্গে ভারতে যেতে পারেননি বশির। ভিসা সমস্যা মিটিয়ে পরে দলে যোগ দিয়েছিলেন তিনি। এদিকে রেহানকে অবশ্য বিমানবন্দরে আটকে রাখেনি অভিবাসন কর্মকর্তারা। ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুস্তান টাইমসকে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের এক কর্মকর্তা বলেন, বিশেষ ব্যবস্থায় রেহানকে দলের সঙ্গে যেতে দেওয়া হয়েছে, ‘ইংল্যান্ড দলকে দুই দিনের মধ্যে নতুন করে রেহানের ভিসা প্রক্রিয়া সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়েছে। তবে ওই খেলোয়াড় দলের অন্যদের সঙ্গেই ভারতে প্রবেশের অনুমতি পেয়েছেন। মঙ্গলবার তিনি দলের সঙ্গে অনুশীলনও করবেন।’
চলতি সিরিজের প্রথম দুই টেস্টেই খেলেছেন রেহান। ১৯ বছর বয়সী সম্ভাবনাময় লেগ স্পিনার উইকেট নিয়েছেন ৮টি, রান করেছেন ৭০। গত ডিসেম্বরে টেস্ট অভিষেকে পাকিস্তানের বিপক্ষে ৭ উইকেট নিয়েছিলেন তিনি। এদিকে চলতি সিরিজ এখন ১-১ সমতায়। হায়দ্রাবাদে হারের পর ঘুরে দাঁড়ায় রোহিত শর্মার দল। প্রথম দুই টেস্টে তারা পায় নি তারকা ক্রিকেটার বিরাট কোহলিকে। এবার পুরো সিরিজের জন্য ছুটি নিয়েছেন তিনি। কেএল রাহুলও ছিটকে গেছেন রাজকোট টেস্ট থেকে। এদিকে ইংল্যান্ড দলেও আছে চোট সমস্যা। স্পিনার জ্যাক লিচ চোটের কারণে পুরো সিরিজ থেকে ছিটকে গেছেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post