স্পোর্টস ডেস্কঃ বঙ্গবন্ধু সাফ চ্যাম্পিয়নশিপে নিজেদের দ্বিতীয় ম্যাচে মালদ্বীপকে ৩-১ গোলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। রোববার ব্যাঙ্গালোরের শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে শুরুতেই পিছিয়ে পড়ার ধাক্কা সামলে ঘুরে দাঁড়ায় লাল সবুজের প্রতিনিধিরা।
এ জয়ে লেবানন ও মালদ্বীপের সমান ৩ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপ থেকে আসরের সেমিফাইনালের দৌড়ে টিকে রইল বাংলাদেশ। এর আগে নিজেদের প্রথম ম্যাচে লেবাননের বিপক্ষে শেষদিকের ব্যর্থতায় ২-০ গোলে হেরেছিল জামাল ভুঁইয়া-তপু বর্মণরা।
গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে আগামী ২৮ জুন তাদের প্রতিপক্ষ ভুটান। আজ ম্যাচ শেষে বাংলাদেশ কোচ কাবরেরা জানান, এখন থেকে ভুটান ম্যাচ নিয়ে ভাবতে চান। কাবরেরা বলেন, ‘নিজেদের সামর্থ্যে বিশ্বাস ছিল ছেলেদের। এ কারণেই তারা নিজেদের সামর্থ্যের প্রমাণ দিতে পেরেছে।’
কাবরেরা আরও বলেন, ‘এখন আমাদের সামনে সুযোগ সেমি-ফাইনালে ওঠার। মালদ্বীপ ম্যাচের জয় স্রেফ আমাদের টুর্নামেন্টে টিকিয়ে রেখেছে, কিন্তু ভুটানের বিপক্ষে আরেকটি ফাইনাল রয়েছে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post