স্পোর্টস ডেস্কঃ তুরষ্ক ও সিরিয়ায় মারাত্বক ভূমিকম্পে ক্ষতিগ্রস্তের সংখ্যা বাড়ছেই। গেল ৬ ফেব্রুয়ারি ৭.৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠে দুই দেশ। এখন পর্যন্ত ৪৩ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন স্মরণকালের এই ভয়াবহ ভূমিকম্পে। তবে ক্ষতিগ্রস্তের সংখ্যা। লাখ লাখ মানুষ মানবিক বিপর্যয়ে পড়েছে।
এমতাবস্থায় দুই দেশের সহায়তায় এগিয়ে এসেছিল ইংলিশ প্রিমিয়ার লিগ (ইপিএল)। এবার সহায়তার হাত বাড়িয়ে দিল ফিফা। বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ১০ লাখ মার্কিন ডলার অনুদানের ঘোষণা দিয়েছে। সামনে এমন সহযোগীতা অব্যাহত থাকবে।
ফিফা জানিয়েছে, তারা তুর্কি ফুটবল ফেডারেশন (টিএফএফ) ও সিরিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনকে (এসএফএ) সঙ্গে নিয়ে কাজ করে যাচ্ছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে তারা।
এর আগে ইপিএলের পক্ষ থেকে ১০ লাখ পাউন্ড অনুদান দেওয়া হয়। অনুদান দেওয়া হয়েছে উয়েফার পক্ষ থেকেও। এবার ফিফা অনুদানের ঘোষণা দিল। মানবিক বিপর্যয়ে, বরাবরই এরকম সহায়তা রাখে বিশ্ব ফুটবলের নীতি নির্ধারকরা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post