স্পোর্টস ডেস্কঃ টি-টোয়েন্টি বিশ্বকাপে দ্বিতীয় সেমি ফাইনালে মুখোমুখি লড়াইয়ে নামছে ভারত ও ইংল্যান্ড। গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় শুরু হবে সেই লড়াই। তবে ম্যাচটিকে ঘিরে রয়েছে দুঃসংবাদ। বৃষ্টিতে ভাসতে পারে ভারত ও ইংল্যান্ডের মধ্যকার দ্বিতীয় সেমি ফাইনাল। গায়ানাতে বেশ ভালো রকমের বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আর তাই শঙ্কায় পড়েছে গুরুত্বপূর্ণ ম্যাচটি। এর মাঝে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলেরও অদ্ভূত এক নিয়ম নিয়ে চলছে আলোচনা। প্রথম সেমি ফাইনালে রিজার্ভ ডে থাকলেও, দ্বিতীয় সেমি ফাইনালে কোনো রিজার্ভ ডে নেই। তাই পরের দিন খেলা গড়ানোর সম্ভাবনাও নেই। মূলত দ্বিতীয় সেমি ফাইনাল ও ফাইনালের মাঝে মাত্র এক দিনের বিরতি। তাই রিজার্ভ ডে’তে ম্যাচ গড়ালে তিন দিন টানা একটি দলকে মাঠে নামতে হতো। এছাড়া ভ্রমণের বিষয়ও ছিল। এর জন্যই এই ম্যাচে রাখা হয়নি রিজার্ভ ডে।
তবে রিজার্ভ ডে না থাকলেও, বিকল্প একটি ব্যবস্থা রেখেছে আইসিসি। ম্যাচটিতে নির্ধারিত সময় শেষ করার বাইরেও, ২৫০ মিনিট অতিরিক্ত রাখা হয়েছে। যেন সেই সময়ে খেলা যায়। সেমি ফাইনালে ফল নির্ধারণের জন্য দুই দলকে ইনিংস প্রতি অন্তত ১০ ওভার করে খেলতে হবে। যদি শেষ পর্যন্ত ম্যাচটির ফল নির্ধারণ করা না যায়, তাহলে সুপার এইটের পারফরম্যান্স বিবেচনায় আসবে।
সুপার এইটের পারফরম্যান্স যদি বিবেচনায় আসে, তাহলে ভারত ফাইনালে চলে যাবে ইংল্যান্ডকে টপকে। কারণ, সুপার এইটে নিজেদের গ্রুপে তিনটি ম্যাচের সবগুলো জিতেই ফাইনালে এসেছে রোহিত শর্মার দল। অপরদিকে ইংল্যান্ড তিন ম্যাচের দুটিতে জিতেছে, একটিতে হেরেছে। ওয়েস্ট ইন্ডিজ এবং যুক্তরাষ্ট্রের বিপক্ষে জয় পেলেও, দক্ষিণ আফ্রিকার কাছে হারতে হয়েছে জস বাটলারের দলকে। তাই ইংল্যান্ড যেকোনোভাবেই দ্বিতীয় সেমি ফাইনাল খেলতে চাইবে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post