নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা টেস্টের প্রথমদিনের সকালেই ৪ উইকেট হারিয়েছে বাংলাদেশ। অবশ্য মধ্যাহ্ন বিরতির আগে প্রতিরোধ গড়েছেন মুশফিকুর রহিম ও শাহাদাত হোসেন দিপু। পঞ্চাশের আগে ৪ উইকেট পড়ার পর ১৩ ওভারে আর বিপদ ঘটতে দেননি দুই মিডল-অর্ডার ব্যাটার। দুজনের অবিচ্ছিন্ন জুটির সংগ্রহ ৩৩ রান।
মধ্যাহ্ন বিরতি পর্যন্ত ২৮ ওভারে বাংলাদেশ করেছে ৪ উইকেটে ৮০ রান। মুশফিক ১৮, শাহাদাত ১৪ রানে দ্বিতীয় সেশনে খেলা শুরু করবেন। এর আগে টস জিতে আগে ব্যাট করতে নেমে অহেতুক শটে উইকেট বিলিয়ে দেন ওপেনার জাকির হাসান। মিচেল স্যান্টনারের গতি কমিয়ে কিছুটা টেনে করা ডেলিভারি ক্রিজ ছেড়ে বেরিয়ে খেলার চেষ্টা করেন তিনি। বল তার ব্যাটের ওপরের কানায় লেগে উঠে যায় আকাশে। মিড অনে সহজ ক্যাচ নেন কেন উইলিয়ামসন। ২৪ বলে ৮ রান করে ফিরেন বাঁহাতি এই ব্যাটার।
মাহমুদুল হাসান জয়কে ফেরান অ্যাজাজ পাটেল। পরপর দুই ওভারে দুই ওপেনারকে হারিয়ে বিপদে পড়ে বাংলাদেশ। কিউই স্পিনার অ্যাজাজের স্টাম্পের ওপর ডেলিভারি অনেকটা রক্ষণাত্মক ভঙ্গিতে খেলার চেষ্টা করেন জয়। কিন্তু পরাস্ত হন তিনি। ব্যাটের ভেতরের কানা ছুঁয়ে বল যায় শর্ট লেগে, সেখানে কোনো ভুল করেননি টম ল্যাথাম। ২ চারে ৪০ বলে ১৪ রান করেছেন জয়।
পানি বিরতির পরই ড্রেসিং রুমের পথ ধরেন মুমিনুল হক। পঞ্চাশের আগে ৩ উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ। পাটেলের অফ স্টাম্পের বাইরে পিচ করা ডেলিভারি পেছনের পায়ে কাট করার চেষ্টা করেন মুমিনুল। কিন্তু নিখুঁত টার্নে ভেতরে ঢুকে যাওয়া বলে কাট করার মতো জায়গা পাননি তিনি। ব্যাটের নিচের কানায় লেগে বল জমা পড়ে উইকেটরক্ষকের গ্লাভসে। ৫ রান করেন মুমিনুল।
এরপর দলের বিপদ আরও বাড়িয়ে ফিরেন অধিনায়ক শান্ত। স্যান্টনারের বলে রিভার্স সুইপ খেলার চেষ্টায় এলবিডব্লিউ হন তিনি। পঞ্চাশের আগে ৪ উইকেট হারিয়ে বিপদে পড়ে স্বাগতিকরা। অফ স্টাম্পের বাইরে পিচ করে ভেতরে ঢোকা ডেলিভারিতে রিভার্স সুইপ করলেও ব্যাটে লাগাতে পারেননি শান্ত। প্যাডে লাগতেই জোরাল আবেদন নিউজিল্যান্ডের ফিল্ডারদের। তাতে সাড়া দেননি আম্পায়ার। ৯ রান করে ফিরেছেন শান্ত।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/১১০
Discussion about this post