নিজস্ব প্রতিবেদকঃ হতাশাজনক এক সেশন কাটিয়ে সাগরিকায় মধ্যাহ্ন বিরতিতে গিয়েছিল বাংলাদেশ দল। তবে সেখান থেকে ফিরেই শ্রীলঙ্কা শিবিরে আঘাত হেনেছেন টাইগাররা। জীবন পেয়ে ফিফটি হাঁকানো নিশান মাদুশকাকে ফিরিয়ে প্রথম সাফল্যের দেখা পেয়েছে স্বাগতিকরা।
চট্টগ্রামে সিরিজের দ্বিতীয় টেস্টে একাদশে দুই পরিবর্তন নিয়ে খেলতে নামে বাংলাদেশ। টাইগারদের সাদা পোশাকের জার্সিতে অভিষেক হয় পেসার হাসান মাহমুদের। অভিষেক টেস্টের শুরুতেই দারুণ বোলিং করেছেন তিনি। তবে দুর্ভাগ্যবশত ক্যাচ মিসের কারণে সেটি আর হয়নি। ষষ্ঠ ওভারেই ইনিংসের প্রথম উইকেট পেতে পারতেন হাসান। তাঁর করা বল অফ স্টাম্পের বাইরে বেরিয়ে যাওয়ার সময় ছুঁয়ে যায় মাদুশকার ব্যাট। কিন্তু স্লিপে দাঁড়ানো জয় সহজ ক্যাচটি তালুবন্দি করতে পারেননি। বেঁচে যান মাদুশকা।
৯ রানে জীবন পাওয়া সেই ওপেনার এরপর হাঁকিয়েছেন দারুণ ফিফটি। ৮০ বলে ফিফটির দেখা পান মাদুশকা। আর তাকে দারুণ সঙ্গ দেন অন্য ওপেনার দিমুথ করুনারত্নে। ২৭ ওভারে দুজনের অবিচ্ছিন্ন ৮৮ রানের জুটি নিয়েই মধ্যাহ্ন বিরতিতে যায় শ্রীলঙ্কা।
তবে সেখান থেকে ফিরে আসার পর আউট হয়েছেন মাদুশকা। ২৯তম ওভারের পঞ্চম বলে হাসান মাহমুদের থ্রো’ইয়ে উইকেটরক্ষক লিটন দাসের সহযোগীতায় রান আউট হয়ে ফিরে যান মাদুশকা। ১০৫ বলে ৬ বাউন্ডারিতে ৫৭ রানের ইনিংস খেলেন মাদুশকা। তার বিদায়ে ৯৬ রানের উদ্বোধনী জুটি ভাঙে লঙ্কানদের।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রীলঙ্কার সবশেষ সংগ্রহ ৩০ ওভারে ১ উইকেট হারিয়ে ১০১ রান। দিমূথ করুণারত্নে ৩৬ ও কুশল মেন্ডিস ৪ রান করে অপরাজিত আছেন।
Discussion about this post