স্পোর্টস ডেস্কঃ অ্যাঞ্জেলো ম্যাথিউজের দায়িত্বশীল ইনিংসে রুদ্ধশ্বাস লড়াইয়ে জিতল শ্রীলঙ্কা। কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে রোববার তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কার জয় ৩ উইকেটে। ১৪৪ রানের লক্ষ্য শেষ বলে ছুঁয়ে ফেলে তারা।
লক্ষ্য তাড়া করতে নেমে ১৪ ওভারে ৮৩ রান তুলতেই ছয় উইকেট হারায় শ্রীলঙ্কা। এর মধ্যে তিনটি উইকেটই নিয়ে নেন রাজা। সাদিরা সামাবিক্রমাকে ৯ রানে বোল্ড করেন তিনি। ২২ বলে ১৬ রান করা চারিথ আসালঙ্কাকেও ফেরান তিনি। সেই একই ওভারের শেষ বলে হাসারাঙ্গাকে শূন্য রানে বোল্ড করেন রাজা। তারপর ম্যাচটি ঘুরে যায় ম্যাথিউজ-শানাকার ব্যাটে। ম্যাথিউস শেষ ওভারে ফিরে যাওয়ার আগে শানাকার সঙ্গে ৫৫ রানের জুটি গড়েন।
পাঁচটি চার ও একটি ছক্কায় ৩৮ বলে ৪৬ রানের ইনিংস খেলেন ম্যাচসেরা নির্বাচিত হন ম্যাথিউজ। ১৮ বলে চারটি চারে ২৬ রানে অপরাজিত থাকেন শানাকা। শেষ দুই বলে ছয় রানে অপরাজিত থেকে লঙ্কানদের জয়ে বড় অবদান ছিল চামিরার। ১১ বছরের বেশি সময় পর টি-টোয়েন্টিতে মুখোমুখি হলো শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে। এই সংস্করণে দুই দলের চার ম্যাচের সবগুলোই জিতল লঙ্কানরা।
দলকে জিতিয়ে ম্যাথিউজ বললেন, ফেরার ম্যাচে তার অনুভূতি হয়েছে প্রথম ম্যাচের মতোই। তিনি বলেন, ‘মনে হচ্ছিল যেন অভিষেক ম্যাচ খেলছি! প্রায় তিন বছর পর খেলছি। তবে কারও কাছে কিছু প্রমাণ করার চেষ্টা করিনি আমি। আমার জন্য এটি আরেকটি সুযোগ ছিল শ্রীলঙ্কার হয়ে মাঠে নামার ও দেশের জন্য খেলার।উইকেট খানিকটা ধীরগতির ছিল। ব্যাট করা ও শট খেলা সহজ ছিল না। জিম্বাবুয়েও খুব ভালো লড়াই করে আমাতের কাজ কঠিন করে তুলেছে। তবে শেষ দিকে দাসুন (শানাকা) সত্যিই ভালো খেলেছে।’
Discussion about this post