স্পোর্টস ডেস্কঃ আগামী ১৩ ফেব্রুয়ারি থেকে শুরু হবে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। তবে এর আগে এক প্রস্তুতি ম্যাচে মাঠে নেমেছিল কোয়েটা গ্ল্যাডিয়েটর্স ও পেশওয়ার জালমি। আর সেখানে ব্যাট হাতে তাণ্ডব চালিয়েছেন কোয়েটার ইফতেখার আহমেদ। এই তারকা ব্যাটার খেলেছেন এক বিস্ফোরক ইনিংস। দিন দুয়েক আগেই বিপিএল ছেড়েছেন ইফতেখার। দারুণ ফর্মে ছিলেন ফরচুন বরিশালের হয়ে। এবার নিজ দেশে গিয়েও ঝলক দেখালেন।
এর মধ্যে একেবারে শেষ ওভারে সদ্যই পাঞ্জাব রাজ্যের ক্রীড়া মন্ত্রী হওয়া ওয়াহাব রিয়াজের ছয় বলে ৬ ছক্কা হাঁকিয়েছেন ইফতেখার। যদিও স্বীকৃত টি-টোয়েন্টি না হওয়ায় মিলছে না কোনো রেকর্ড প্রাপ্তির জায়গা। কোয়েটা ব্যাট করছিল, এর মধ্যে পেশওয়ারের হয়ে ইনিংসের ২০তম ও ওয়াহাব নিজের চতুর্থ ওভার করতে আসেন। এসময়ই টানা ছয় বলে ৬ ছক্কা হাঁকান ইফতেখার।
কখনো শর্ট লেংথ, কখনো ফুলার লেংথ, কখনো অফ স্টাম্পের অনেকটা বাইরে ওয়াইড সাইডে বল করেছেন ওয়াহাব। সবকটি বলই উঁচিয়ে বাউন্ডারি লাইনের বাইরে আঁচড়ে ফেলেছেন ইফতেখার। কখনো ডিপ স্কয়ার লেগ, কখনো মিড উইকেট, কখনো লং অফ, কখনো থার্ড ম্যান অঞ্চলে সীমানা পাড় করেছেন এই ইনফর্ম ডানহাতি ব্যাটার।
ইফতেখারের দুর্দান্ত ইনিংসে ভর করেই ৫ উইকেট হারিয়ে ১৮৪ রানের বড় পুঁজি পায় কোয়েটা। ইফতেখারের ব্যাটেই আসে ৫০ বলে অপরাজিত ৯৪ রান। এর মধ্যে শেষ ১৮ বলে ৪৩ রান নিয়েছেন তিনি। আর প্রথম ৪২ বলে পূরণ করেন নিজের ফিফটি। এদিকে নিজের প্রথম ৩ ওভারে মাত্র ১১ রান খরচ করে ৩ উইকেট শিকার করা ওয়াহাবের বোলিং ফিগার ৪ ওভার শেষে ৪৭ রান খরচায় ৩ উইকেট।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post