নিজস্ব প্রতিবেদক:: মাহবুবের হাফ সেঞ্চুরিতে জিয়া ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল নিশ্চিত করেছে সিলেট বিভাগ।সেমিফাইনালে ময়মনসিংহকে ২ উইকেটে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে সিলেট বিভাগের লাল দল। জোড়া হাফ সেঞ্চুরিতে আগে ব্যাট করা ময়মনসিংহ ১৯১ রান তুলেছিলো। জবাবে ব্যাট করতে নামা সিলেট মাহবুবের হাফ সেঞ্চুরিতে আট উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে ফেলে।
আগামিকাল মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জিয়া টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্টিত হবে। বিকেল সাড়ে ৪টায় ফাইনালে সিলেট বিভাগের প্রতিপক্ষ রংপুর বিভাগ।
ঢাকার সিটি ক্লাব মাঠে ১৯২ রানের টার্গেটে ব্যাট করতে নামা সিলেট বিভাগ মেহেদী মাহবুবের হাফ সেঞ্চুরিতে ৮ উইকেটে ১৯৫ রান তুলে। ২৫ বলে ৫৯ রানের দারুণ এক ইনিংস খেলেছেন মাহবুব। চারটি চার ও ছয়টি ছক্কায় সাজানো ছিলো তার হাফ সেঞ্চুরির ইনিংসটি। এছাড়াও ২৪ রান করেন ওপেনার তান্না। আরেক ওপেনার মাজহারুল হক মাজেদ করেন ২০ রান। ১৩ বলের ইনিংসে এই তরুণ একটি চার ও দু’টি ছক্কা হাঁকিয়েছেন। ২১ বলে ১৯ রান করেছেন রিয়াদ। এছাড়াও ২৫ বলে ৩১ রান করেছেন মাহবুব হাসান।
ময়মনসিংহের হয়ে অনিল ও জনি ২টি করে উইকেট লাভ করেন।
ফাইনালে যাওয়ার লড়াইয়ে আগে ব্যাট করতে নামা ময়মনসিংহ ৫ উইকেটে ১৯১ রান তুলে। দুই হাফ সেঞ্চুরির ম্যাচে জিততে পারেনি ময়মনসিংহ। বৃথা গেছে আব্দুল মজিদ ও আকাশ দাসের জোড়া ফিফটি। চারটি করে চার ও ছক্কার মারে ৩৪ বলে ইনিংস সর্বোচ্চ ৬০ রান করেন মজিদ। আরেক হাফ সেঞ্চুরিয়ান আকাশ করেছে ৫১রান। ৩৬ বলের ইনিংসে তিনি দু’টি বাউন্ডারি ও দু’টি ছ্ক্কা হাঁকিয়েছেন। এছাড়াও ৪২ রান করেছেন ফাহিম।
সিলেটের হয়ে সফর তিনটি ও ওয়াসিফ আকবর ২টি করে উইকেট লাভ করেছেন।
সিলেটের দলটির কোচের দায়িত্ব পালন করছেন সাবেক ক্রিকেটার আল ওয়াদুদ সুইট। ফাইনালে দলের জন্য দোয়া চেেয়েছেন তিনি। সিলেটবাসীকে জিয়া ক্রিকেট টুর্নামেন্টের শিরোপা উপহার দিতে চান্ এই কোচ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০