স্পোর্টস ডেস্কঃ ভারতের বিপক্ষে দিল্লিতে সিরিজের দ্বিতীয় টেস্টের পরই দেশে ফিরে যান অস্ট্রেলিয়ার নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্স। পারিবারিক অসুস্থাই যার মূল কারণ। মূলত প্যাট কামিন্সের মা দীর্ঘদিন যাবত ক্যান্সারে আক্রান্ত ছিলেন। শারীরিক অবস্থা ভালো ছিল না। সিডনিতে তাই মায়ের পাশে থাকতেই সিরিজ ছেড়ে গিয়েছিলেন কামিন্স।
সেই মা শেষ পর্যন্ত হার মেনেছেন জীবনের লড়াইয়ে। কামিন্সের মা না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। আনুষ্ঠানিকভাবে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। সিএ শোক প্রকাশ করেছে কামিন্সের মায়ের প্রয়াণে। একইসাথে চলমান আহমেদাবাদ টেস্টে কালো বাহুবন্ধনী পরে মাঠে নেমেছে অজিরা।
এক টুইট বার্তায় সিএ জানায়, ‘প্যাট কামিন্সের মা মারিয়া কামিন্সের মৃত্যুতে ক্রিকেট অস্ট্রেলিয়া গভীরভাবে শোকাহত। আমাদের পক্ষ থেকে প্যাট, কামিন্স পরিবার ও তাদের বন্ধুদের প্রতি সমবেদনা জানাচ্ছি। আহমেদাবাদ টেস্টে অস্ট্রেলিয়া দল শ্রদ্ধা জানিয়ে কালো বাহুবন্ধনী পরে মাঠে নামবে।’
মায়ের অসুস্থতার খবর শুনেও সিরিজের প্রথম দুই টেস্টে খেলেছেন কামিন্স। তবে এরপরই চলে যান। সিরিজের তৃতীয় টেস্টে খেলা হয়নি তাঁর। সেই টেস্টে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দিয়েছেন স্টিভ স্মিথ। এবার চতুর্থ ও শেষ টেস্টেও খেলা হচ্ছে না। এই ম্যাচেও স্মিথই নেতৃত্ব দিচ্ছেন অজিদের।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post