স্পোর্টস ডেস্ক:: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ক্রিকেটের ফ্র্যাঞ্চাইজি দিল্লি ক্যাপিটালসের অস্ট্রেলিয়ান ক্রিকেটার মিচেল মার্শ দেশে ফিরে গেছেন। আইপিএল চলাকালেই তিনি ভারত ছেড়েছেন।
দিল্লির হয়ে শেষ দুই ম্যাচ খেলেননি মার্শ। মুম্বাই ইন্ডিয়ান্স ও লৌখনো সুপার জায়ান্টসের বিপক্ষে মাঠে নামা হয়নি অজি এই তারকার। মূলত হ্যামস্ট্রিংয়ের ইনজুরির কারণেই একাদশেই বাইরে ছিলেন তিনি।
চোটগ্রস্ত মিচেল মার্শ মূলত চিকিৎসার জন্যই দেশে ফিরে গেছেন। চিকিৎসা শেষে দিল্লি শিবিরে যোগ দেবেন কিনা সেটি অবশ্য এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এবারের আইপিএলে মিচেল মার্শ অবশ্য খুব একটা সুবিধা করতে পারেননি। ৩ এপ্রিল সবশেষ ম্যাচে কলকাতার নাইট রাইডার্সের বিপক্ষে রানের খাতাই খুলতে পারেননি। তার আগের ৩ ম্যাচে মার্শ করেছেন ২০, ২৩ ও ১৮ রান।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post