স্পোর্টস ডেস্কঃ দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের বিপক্ষে টানা হেরে বিশ্বকাপ থেকে বিদায়ের শঙ্কায় শ্রীলঙ্কা। নানান সমীকরণে এখনও টিকে আছে আশা। সেই আশার প্রথম শর্ত হলো, গ্রুপ পর্বে বাকি থাকা দুটি ম্যাচ জেতা সবার আগে। সেই ম্যাচের একটিতে প্রতিপক্ষ হলো নেপাল। এশিয়ার ক্রিকেটে নতুন জাগরণ হয়ে উঠা নেপালের বিপক্ষে নিজেদের তৃতীয় ম্যাচে বুধবার মাঠে নামছে শ্রীলঙ্কা। ফ্লোরিডায় ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টায়।
আর সেই ম্যাচে মাঠে নামার আগে লঙ্কানদের হুঙ্কার দিয়ে রাখল নেপাল। দলটির অধিনায়ক রোহিত প্যাডেল জানিয়েছেন শ্রীলঙ্কাকে হারাতে আত্মবিশ্বাসী তারা। এবারের বিশ্বকাপে সহযোগী দেশগুলো যেভাবে বড় দলগুলোকে হারাচ্ছে, সেখান থেকে অনুপ্রেরণা নিচ্ছেন তারা। এদিকে লঙ্কানরাও টানা দুই হারে বিপর্যস্ত। নেপাল সেই সুযোগটাই কাজে লাগাতে চায়।
এই প্রসঙ্গে নেপালের দলনেতা রোহিত বলেন, ‘হ্যাঁ, অবশ্যই (শ্রীলঙ্কাকে হারানোর ব্যাপারে আত্মবিশ্বাসী)। চলতি বিশ্বকাপে সহযোগী দলগুলো টেস্ট খেলুড়ে দেশগুলোকে হারাচ্ছে। আর এটা আমাদের সবার জন্য অনুপ্রেরণা, বিশেষ করে আগামীকালকের ম্যাচের জন্য। তাই দল হিসেবে বিশ্বাস করি, আগামীকাল আমরা জিতব।’
‘গেল কয়েক মাস ধরে যেভাবে প্রস্তুতি নিচ্ছি এবং গেল দেড় বছর ধরে যেভাবে ক্রিকেট খেলছি, আমি মনে করি দলের মধ্যে আত্মবিশ্বাসটা আছে। আমরা আগামীকালের ম্যাচের দিকে তাকিয়ে আছি। আমরা আগামীকাল মাঠে নামতে চাই এবং বিশ্বের সামনে আমাদের প্রতিভা দেখাতে চাই।’ যোগ করেন রোহিত।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post