স্পোর্টস ডেস্ক:: নাসির হোসেন। বাংলার ক্রিকেটের এক আক্ষেপের নাম। মি. ফিনিশার হয়ে উঠা নাসির সমর্থকদের প্রত্যাশা খুব একটা পূরণ করতে পারেননি। মাঝে দুবাইয়ের টি-১০ লিগে খেলতে গিয়ে উপহার নিয়ে হয়ে ছিলেন নিষিদ্ধও। সেই নিষেধাজ্ঞার মেয়াদ কাটিয়ে মাঠে ফিরেছেন তিনি।
মিরপুরের হোম অব ক্রিকেটে সোমবার নাসির ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটের ম্যাচ দিয়ে মাঠে ফিরেছেন। মাঠে ফিরেই জানালেন, গত বছর দেড়েক ছিলেন বিন্দাস। পারফর্ম করে আবারো জাতীয় দলে ফিরতে চান। অতীতে নির্বাচকেরা তার সাথে অন্যায় করেছেন বলেও মন্তব্য করেন তিনি।
২০২৩ সালের আগস্টে আইসিসি সব ধরণের ক্রিকেটে দেড় বছরের জন্য নিষিদ্ধ করেছিলো নাসিরকে। অপরাধ ছিলো দুবাইয়ে টি-১০ লিগে গিয়ে পাওয়া উপহারের তথ্য গোপন করা। নিষেধাজ্ঞা কাটিয়ে মিরপুরে আজ সোমবার গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে রূপগঞ্জ টাইগার্সের হয়ে মাঠে ফিরেন তিনি। এই ম্যাচে ৩১ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন নাসির, ব্যাট ১১ বলে করেছেন ৯ রান।
ম্যাচ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নাসির নিষেধাজ্ঞার সমটায় বিন্দাস ছিলেন জানিয়ে বলেন, বিন্দাস ছিলাম। প্রত্যেক ক্রিকেটার ক্রিকেট খেলে জাতীয় দলে খেলার স্বপ্ন নিয়ে। আমিও পারফর্ম করে জাতীয় দলে ফিরতে চাই।’
ভালোই ছিলেন জানিয়ে নাসির বলেন, , ‘আমি যেমন ছিলাম, ভালোই ছিলাম। খেলাধুলা নিয়ে কোনো অভিযোগ ছিল না। ইনডিসিপ্লিনড ছিলাম না। খেলাধুলায় ফাঁকি মেরেছি—তা–ও নয়। আর আমার জীবন আমি কীভাবে কাটাবো, সেটা আমার ব্যাপার। আমার জীবন তো আপনারা বলে দেবেন না। আপনি শুধু দেখবেন আমি মাঠে কেমন আছি। আমি যদি মাঠের ক্রিকেটে কোনো কিছু খারাপ করে থাকি, তখন আপনারা বলতে পারেন।’
লাকই-ভিউ সাংবাদিকদের সমালোচনা করে তিনি বলেন,‘ভিউ–লাইক সাংবাদিকতা’র ওপর, ‘যাদের নাম হয়, তাদের বদনামও হয়। এটাই স্বাভাবিক। এখন তো আমরা অনলাইন মিডিয়ায় নিজেদের টিআরপি বাড়ানোর জন্য যা-তা করে নিউজ করি। আমার মনে হয়, এরকম না করাই ভালো। কারণ, আপনাদের একটা নিউজ আর কিছু লাইকের জন্য একটা পরিবারে সমস্যা হতে পারে। এটা আপনারাও ভালো জানেন। যদি আপনাদের পরিবারের সঙ্গে হয়, তখন বুঝতে পারবেন।’
তারকা বলে কিছু নেই মন্তব্য করে এই ক্রিকেটার বলেন, ‘এগুলো হচ্ছে ভুয়া কথা, তারকা-মারকা বলে কিছু নেই। না খেয়ে থাকলে আপনারা কেউ এসে বলবেন না, ভাই খান। এগুলো তাই কোনো কিছু নয়। আমি যেমন আছি, ভালো আছি। আমি আপনাদের মতোই মানুষ। আমারও জীবন আছে, পরিবার আছে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০