স্পোর্টস ডেস্কঃ আর্সেনালের প্রাক-মৌসুমের প্রস্তুতি ম্যাচে চোট পেয়েছিলেন ব্রাজিলিয়ান ফুটবলার গাব্রিয়েল জেসুস। ফলে ছিটকে যান নতুন মৌসুম শুরুর কয়েক ম্যাচ থেকে। তবে এবার খেলার জন্য প্রস্তুত এই ফরোয়ার্ড। গানারদের কোচ মিকেল আর্তেতা শুক্রবার সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেছেন।
হাঁটুর এই চোটের অনেকদিন থেকেই ভোগাচ্ছে জেসুসকে। কাতার বিশ্বকাপে এই চোটের কারণেই ছিটকে পড়তে হয়েছিল তাকে। সে সময়ে অস্ত্রোপচার করে মাঠে ফিরতে তার সময় লেগেছিল ৩ মাস। কিন্তু কিছুদিন থেকে ফের অস্বস্তিতে ভুগছিলেন তিনি।
২০২২-২৩ মৌসুমে আর্সেনালের হয়ে ইংল্যান্ডের শীর্ষ লিগে ২৬ ম্যাচে ১১টি গোল করেন জেসুস। প্রিমিয়ার লিগে আগামী রোববার ফুলহ্যামের বিপক্ষে খেলবে আর্সেনাল। এই ম্যাচের আগে সংবাদ সম্মেলনে আর্তেতা জানান, এখন শতভাগ ফিট জেসুস। আর্সেনাল কোচ বলেন, ‘সে খেলতে প্রস্তুত। দেখা যাক কী হয়।
গানাররা শেষবার প্রিমিয়ার লিগ শিরোপা জিতেছে ২০০৩-০৪ মৌসুমে। এরপর কয়েক মৌসুমে সম্ভাবনা জাগিয়েও আর শিরোপা জিততে পারেনি। গত মৌসুমে তারা অনেকটা এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ছিটকে গেছে শিরোপার দৌড় থেকে। হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হয় সিটি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post