নিজস্ব প্রতিবেদকঃ ঘরের মাঠে বিপিএলের শুরুটা ভালো হলো না সিলেট স্ট্রাইকার্সের। শুক্রবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রংপুর রাইডার্সের বিপক্ষে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে স্বাগতিকরা। দলীয় ১৮ রানে ৭ উইকেট হারিয়ে বসেছে সিলেট। রংপুরের পেস বোলার আজমতুল্লাহ ওমরজাই ও হারিস রউফ তাণ্ডব চালিয়েছেন।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত সিলেটের সংগ্রহ ১৯ রান, দশম ওভারের খেলা চলছে। এর আগে প্রথম ওভারেই ২ রান করে আউট হন ওপেনার টম মুরস। পরের ওভারে মেহেদীর বলে বাউন্ডারি লাইনে শোয়েবের ক্যাচে পরিণত হন শান্ত। করেন ৯ রান।
রংপুর রাইডার্স একাদশ: মাহেদী হাসান, মোহাম্মদ নাইম, রনি তালুকদার, শোয়েব মালিক, আজমতুল্লাহ ওমরজাই, মোহাম্মদ নওয়াজ, শামীম হোসেন, নুরুল হাসান, রবিউল হক, হারিস রউফ ও হাসান মাহমুদ।
সিলেট স্ট্রাইকার্স একাদশ: নাজমুল হোসেন শান্ত, জাকির হাসান, তৌহিদ হৃদয়, মুশফিকুর রহিম, টম মুরস, থিসারা পেরেরা, ইমাদ ওয়াসিম, তানজিম হাসান সাকিব, মাশরাফী বিন মোর্ত্তজা, রেজাউর রহমান রাজা ও মোহাম্মদ আমির।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/১১০
Discussion about this post