নিজস্ব প্রতিবেদকঃ মনগড়া এবং ভুল তথ্য দিয়ে সংবাদ প্রচারের জন্য একাত্তর টিভির বিরুদ্ধে আইনি নোটিশ পাঠিয়েছিলেন মুশফিকুর রহিম। বাংলাদেশ দলের অভিজ্ঞ এই ক্রিকেটারের পক্ষে তার আইনজীবি ব্যারিস্টার শিহাব উদ্দিন খান আইনি নোটিশ পাঠিয়েছিলেন।
সেই নোটিশের পরিপ্রেক্ষিতে মুশফিকের সব চাওয়া মেনে নিয়েছে একাত্তর টিভি। আর যার কারণে বিষয়টিকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখে এখানেই শেষ করে দিয়েছেন মুশফিক। মিস্টার ডিপেন্ডেবল আর একাত্তর টিভির বিরুদ্ধে মামলা না করার সিদ্ধান্ত নিয়েছেন।
২৬ ডিসেম্বর, মঙ্গলবার মুশফিকের আইনজীবী ব্যারিস্টার শিহাব উদ্দিন খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ‘একাত্তর টেলিভিশন কর্তৃপক্ষ মুশফিকুর রহিমের কাছে দুঃখ প্রকাশ করেছেন। এছাড়া সংশ্লিষ্ট প্রতিবেদন সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে অপসারণ করে রিপোর্টারকে সতর্ক করেছে। একারণে একাত্তর টেলিভিশন কর্তৃপক্ষের বিরুদ্ধে আমরা কোনো আইনগত পদক্ষেপ গ্রহণ করব না। বিষয়টি মুশফিকুর রহিমও ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখেছেন।’
মূল ঘটনার সূত্রপাত ঢাকা টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাটিং করার সময় মুশফিকুর রহিম অনাকাঙ্খিতভাবে বলে হাত লাগান। এর জন্য অবস্ট্র্যাকটিং দ্য ফিল্ড আউট হন তিনি। তবে সেই আউটকে কেন্দ্র করে একাত্তর টিভি ফিক্সিংয়ের অভিযোগ তুলে একটি সংবাদ প্রচার করে। যেখানে কোনো প্রমাণ ছাড়াই মনগড়াভাবে তথ্য তুলে ধরা হয়।
আর এরপরই তীব্র সমালোচনা শুরু হয়। ক্রিকেটার, বোর্ড, দর্শক তো বটেই, এমনকি গণমাধ্যমগুলোও ক্ষোভ প্রকাশ করে। সমালোচনার মুখে একাত্তর টিভি কর্তৃপক্ষ ওই নিউজটি পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সরিয়ে নেয়।
তবে এমন কাণ্ডে ক্ষুব্ধ হয়ে আইনি পদক্ষেপ নেন মুশফিক। তার পক্ষ থেকে আইনি নোটিশ পাঠানো হয় একাত্তর টিভিকে। একাত্তর টেলিভিশনের হেড অব নিউজ, ক্রীড়া সম্পাদক ও সংশ্লিষ্ট প্রতিবেদককে এ নোটিশ পাঠানো হয়। সংবাদ প্রকাশ করায় মুশফিকের অপূরণীয় সুনামহানি হয়েছে দাবি করে নোটিশে ৪টি বিষয়ে ৪৮ ঘণ্টার মধ্যে প্রতিকার চাওয়া হয়। এবার সেই প্রতিকার পেয়ে যাওয়ায়, মামলা থেকে সরে আসলেন মুশফিক।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা
Discussion about this post