নিজস্ব প্রতিবেদকঃ আজ থেকে শুরু হয়েছে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ওয়ানডে ফরম্যাটের খেলা। কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের গ্রাউন্ড-২’এ মুখোমুখি লড়াইয়ে নেমেছিল নর্থ জোন ও সাউথ জোন। বড় রানের ম্যাচে আব্দুল্লাহ আল মামুন ও প্রীতম কুমারের জোড়া সেঞ্চুরিতে ৬ উইকেটের জয় পেয়েছে নর্থ জোন।
টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩০৫ রানের বিশাল পুঁজি পায় সাউথ জোন। দলের পক্ষে সর্বোচ্চ অপরাজিত ৬৯ রান আসে মোসাদ্দেক হোসেন সৈকতের ব্যাট থেকে। ৪৪ বলের সেই ঝড়ো ইনিংস সাজানো ৭ বাউন্ডারি ও ৩ ছক্কায়।
৬১ রান করেন মার্শাল আইয়ূব। ৬০ রান আসে যুব এশিয়া কাপে ব্যাট হাতে আলো ছড়ানো আশিকুর রহমান শিবলির কাছ থেকে। ৩৪ রান করেন অধিনায়ক নুরুল হাসান সোহান। ১৯ বলে ২টি করে চার ও ছয়ের মারে ৩১ রানের ক্যামিও খেলে শেষদিকে অপরাজিত থাকেন সোহাগ গাজী।
নর্থ জোনের হয়ে ইয়াসিন আরাফাত মিশু ২টি উইকেট শিকার করেন। ১টি করে উইকেট লাভ করেন শহিদুল, নাহিদুল ও মামুন।
৩০৬ রানের লক্ষ্য টপকাতে নেমে ৯ বল বাকি থাকতেই ৪ উইকেট হারিয়েই জয়ের বন্দরে পৌঁছে যায় নর্থ জোন। দলের জয়ের কারিগর দুই সেঞ্চুরিয়ান আব্দুল্লাহ আল মামুন ও প্রীতম কুমার। এর মধ্যে ১১২ বলে ৮ বাউন্ডারি ও ২ ছক্কায় ১০৮ রান করেন প্রীতম। আর ১১৫ বলে ৬ বাউন্ডারি ও ৫ ছক্কায় ১০০ রান করেন মামুন। তৃতীয় উইকেটে দুজনে ১৮২ রানের দারুণ জুটি গড়ে দলের জয়ের পথ সুগম করে দেন।
তবে মামুন ও প্রীতম দুজনই আউট হয়েছেন শেষ পর্যন্ত। অধিনায়ক আকবর আলি ২৩ ও তাইবুর ২২ রানে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন একেবারে। এর বাইরে ওপেনার হাবিবুর রহমান ১৫ বলে ৩টি করে চার ও ছয়ের মারে ৩৪ রানের ক্যামিও খেলেন।
সাউথ জোনের হয়ে সোহাগ গাজী ২টি উইকেট নেন। ওয়াসি সিদ্দিকী ও মুকিদুল মুগ্ধ ১টি করে উইকেট লাভ করেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা
Discussion about this post