স্পোর্টস ডেস্কঃ লা লিগায় মায়োর্কার মাঠে হারল রিয়াল মাদ্রিদ। রোববারের হারে লিগ টেবিলে বার্সেলোনার সঙ্গে ব্যবধান কমানোর সুযোগ হারাল কার্লো আনচেলত্তির দল। আত্মঘাতী গোল হজমের পর পেনাল্টি মিস করেন রিয়ালের মার্কো অ্যাসেনসিও। মায়োর্কার মাঠে ম্যাচটি ১-০ গোলে হেরেছে মাদ্রিদের দলটি।
রিয়ালের শুরুটা হয় খুব বাজে। ত্রয়োদশ মিনিটে গোল খেয়ে বসে তারা। বাম দিক থেকে দানি রদ্রিগেসের ক্রসে বক্সে একসঙ্গে লাফিয়ে ওঠেন মুরিহি ও নাচো। বল প্রথমে মায়োর্কা ফরোয়ার্ডের মাথা ছুঁয়ে রিয়াল ডিফেন্ডারের মাথায় লেগে জালে জড়ায়। সেই গোল আর শোধ দিতে পারে নি তারা।
করিম বেনজেমা, থিবো কর্তোয়াহীন রিয়াল গোল শোধ করার সেরা সুযোগ পেয়েছিল ম্যাচের ৬০ মিনিটে। কিন্তু অ্যাসেনসিও পেনাল্টি শট থেকে গোল করতে পারেন নি। দারুণ দক্ষতায় পেনাল্টি সেভ করেন মায়োর্কার গোলরক্ষক। শেষ পর্যন্ত হারের হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয় ম্যাচে গোলপোস্টে মাত্র একটি এবং লক্ষ্যভ্রষ্ট ১৩টি শট নেওয়া ভিনিসিয়াস-রদ্রিগোদের।
২০ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে রিয়াল। ১৯ ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা বার্সেলোনা রাতে সেভিয়ার মুখোমুখি হবে। এই ম্যাচে কাতালানরা জিতলে রিয়ালের চেয়ে ৮ পয়েন্ট এগিয়ে যাবে। রিয়ালের সমান ২০ ম্যাচে আট জয় ও ৪ ড্রয়ে ২৮ পয়েন্ট নিয়ে দশম স্থানে আছে মায়োর্কা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post