স্পোর্টস ডেস্কঃ আবারো মাস সেরা কোচ নির্বাচিত হয়েছেন মিকেল আর্তেতা। প্রিমিয়ার লিগে মার্চ মাসে তাঁর অধীনে কোনো ম্যাচ হারেনি আর্সেনাল। চলতি মৌসুমে এ নিয়ে চতুর্থবার মাস সেরার পুরস্কার জিতলেন ৪১ বছর বয়সী স্প্যানিশ কোচ।
আর্সেনাল শেষবার প্রিমিয়ার লিগ শিরোপা জিতেছে ২০০৩-০৪ মৌসুমে। এরপর কয়েক মৌসুমে সম্ভাবনা জাগিয়েও আর শিরোপা জিততে পারেনি। বরং দিন যত গিয়েছে, আর্সেনাল ততটাই ম্লান হয়েছে। ২০২১-২২ মৌসুমে পয়েন্ট তালিকায় আর্সেনালের অবস্থান ছিল ৫ নম্বরে।
এর আগে আর্সেনালের ২০১৯-২০ ও ২০২০-২১ মৌসুমে অবস্থা ছিল আরও খারাপ, দুই মৌসুমেই লিগ শেষ করেছিল পয়েন্ট তালিকায় অষ্টম স্থানে থেকে। তবে এবার মিকেল আর্তেতার অধীনে দারুণ ছন্দে গানাররা। শীর্ষস্থান করেছে মজবুত। তাঁর কোচিংয়ে প্রায় দুই দশক পর লিগ শিরোপা জয়ের পথে এগিয়ে যাচ্ছে তারা।
লিগ টেবিলে এখন পর্যন্ত ২৮ ম্যাচে ২২ জয় ও ৩ ড্রয়ে ৬৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্সেনাল। এক ম্যাচ কম খেলে ৬১ পয়েন্ট নিয়ে দুইয়ে ম্যানচেস্টার সিটি। মার্চে চারটি লিগ ম্যাচ খেলে সবগুলোই জিতেছে আর্সেনাল। এই সময়ে করেছে ১৪ গোল, হজম করেছে কেবল তিনটি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post