স্পোর্টস ডেস্ক:: ঘরের মাঠে প্রীতি ম্যাচের সিরিজ খেলার জন্য মালদ্বীপকে আমন্ত্রন জানিয়েছে বাংলাদেশ। দুই ম্যাচের সিরিজের জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) মালদ্বীপকে আমন্ত্রনপত্র পাঠিয়েছিলো। মালদ্বীপ সিরিজ খেলতে সবুজ সঙ্কেত দিয়েছে।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন নভেম্বর উইন্ডোতে সিরিজ খেলার আমন্ত্রণ জানিয়েছে। নভেম্বরের ফিফা উইন্ডোতে ঢাকায় ম্যাচ দু’টি আয়োজন করতে চায় বাফুফে। আগের ফিফা উইন্ডোতে বাংলাদেশ দল ভুটানে গিয়ে খেলেছে। দুই ম্যাচের সিরিজের একটি জেতেছে একটি হেরেছে। দুই ম্যাচেই ব্যবধান ছিলো ১-০ করে।
খসড়া সূচিতে বাফুফে ম্যাচ দুটি আয়োজন করতে চাইছে ১৩ ও ১৭ নভেম্বর। বঙ্গবন্ধু জাতীয় ফুটবল স্টেডিয়ামের সংস্কার কাজ শেষ না হওয়ায় এই দু’টি ম্যাচও বাফুফে বসুন্ধরা কিংস অ্যারেনায় আয়োজন করবে।
ফুটবল ফেডারেশন অবশ্য আনুষ্ঠানিক ভাবে এখনো কোনো তথ্য প্রকাশ করেনি। তবে ম্যাচ দু’টি আয়োজনের জন্য ভেতরে ভেতরে প্রস্তুুতি সারছে। এর আগে সেপ্টেম্বর উইন্ডোতে বাংলাদেশ ভুটানের বিপক্ষে দুটি ম্যাচ খেলেছিল থিম্পুতে। প্রথম ম্যাচ ১-০ গোলে জিতেছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচ হেরেছিল ১-০ গোলে।
বাফুফে পরিকল্পনা করেছে নভেম্বরের উ্ইন্ডোতে ম্যাচ দু’টি খেলেই ঘরোয়া ফুটবলের মৌসুম শুরুুর। নভেম্বরের শেষ দিকে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল শুরু করতে চাইছে ফেডারেশন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০