নিজস্ব প্রতিবেদক:: এক বছর পর আন্তর্জাতিক ফুটবলে ফিরেই জয় পেলো মালদ্বীপ। স্বাগতিক বাংলাদেশকে ১-০ গোলে হারিয়েছে মালদ্বীপ। ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বসুন্ধরা কিংস অ্যারেনায় হেরেছে তপু বর্মনরা। দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেলো অতিথিরা।
নিজেদের মাঠে বাংলাদেশ আধিপত্য বিস্তার করে খেললেও হেরেছে ফিনিশিং দূর্বলতায়। বার বার আক্রমণ করেও গোলের দেখা পায়নি স্বাগতিকরা। বাংলাদেশের একের পর এক আক্রমণ ঠেকিয়ে দিয়েছেন মালদ্বীপের গোলরক্ষক। শেষ পর্যন্ত তাই আর জেতা হয়নি বাংলাদেশের।
ম্যাচের প্রথমার্ধেই লিড নেয় মালদ্বীপ। ১৮তম মিনিটে আলি ফাসির গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় মালদ্বীপ। পিছিয়ে পড়া বাংলাদেশ প্রথমার্ধে ম্যাচে ফেরার চেষ্টা করে। বেশ কয়েকটি আক্রমণ করেও গোলের দেখা পায়নি। নিজেদের মাঠে তাই পিছিয়ে থেকেই বিরতিতে যেতে হয় তপু-মোরসালিনদের।
বিরতির পরও বাংলাদেশ বল দখলের লড়াইয়ে এগিয়ে থাকে। মাঝ মাঠে আধিপত্য ধরে রেখে খেললেও মালদ্বীপের গোলরক্ষকের হাতকে ফাঁকি দিতে পারেনি। পাল্টা কয়েকটি কাউন্টার অ্যাটাকে মালদ্বীপও অবশ্য ভয় ধরিয়ে দিয়েছিলো।
বাংলাদেশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা শেষ দিকে কয়েকটি পরিবর্তনও আনেন। তবে খেলোয়ড় পরিবর্তন ম্যাচের ফলাফলে কোনো পরিবর্তন আনেনি। শেষ পর্যন্ত তাই ১-০ গোলের হার নিয়ে মাঠ ছাড়তে হয় বাংলাদেশকে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০