স্পোর্টস ডেস্কঃ বাংলাদেশের বিপক্ষে দারুণ শুরু পেয়েছে ইংল্যান্ড। ধর্মশালায় টস হেরে আগে ব্যাট করতে নেমে দুই ওপেনার- ডেভিড মালান ও জনি বেয়ারস্টো দারুণ শুরু এনে দিয়েছেন ইংলিশদের। পাওয়ার প্লে-তে কোনো উইকেট না হারিয়ে ৬১ করে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা।
শুরু থেকেই দারুণ ব্যাট করা মালান ইতোমধ্যে ফিফটির দেখা পেয়েছেন। মাত্র ৩৯ বলে পঞ্চাশ স্পর্শ করেন বাঁহাতি এই ওপেনার। যদিও আসরে শুরুর ম্যাচ নিউজিল্যান্ডের বিপক্ষে ১৪ রান করেই থেমেছিলেন তিনি। এবার পেলেন ফিফটি।
ক্যারিয়ারে মালানের এটি ষষ্ঠ ফিফটি। তিনি খেলছেন ক্যারিয়ারের ২৩তম ম্যাচ। এই সময়ে তার ব্যাট থেকে এসেছে সাতটি চার ও দুটি ছক্কা। ১৪ ওভারে ইংল্যান্ডের রান বিনা উইকেটে ৮৯। ৩৯ বলে ৫০ রানে খেলছেন মালান। ৪৫ বলে ছয় চারে জনি বেয়ারস্টোর রান ৩৮।
বাংলাদেশ একাদশঃ লিটন কুমার দাস, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেটকিপার), তাওহিদ হৃদয়, শেখ মেহেদী হাসান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।
ইংল্যান্ড একাদশঃ জনি বেয়ারস্টো, ডেভিড মালান, জো রুট, হ্যারি ব্রুক, জস বাটলার (অধিনায়ক ও উইকেটকিপার), লিয়াম লিভিংস্টোন, স্যাম কারান, ক্রিস ওকস, মার্ক উড, আদিল রশিদ ও রিস টপলি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post