স্পোর্টস ডেস্কঃ আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) মাশরাফী বিন মোর্ত্তাজাকে ঘিরে অনিশ্চয়তা ভর করছে। পায়ের চোটে ভুগছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক। সাম্প্রতিক সময়ে নির্বাচন করেছেন। নড়াইল-২ আসন থেকে আবারও বিপুল ভোটে জিতে এমপি হয়েছেন।
এখন ঠিক কী অবস্থানে আছেন ম্যাশ, সেটি নিয়ে ধোঁয়াশা রয়েছে। দীর্ঘদিন ধরে খেলার মধ্যে না থাকায় ফিট হওয়া নিয়েও প্রশ্ন আছে। বিপিএলের আগে তাই তাকে নিয়ে নানান গুঞ্জন ভেসে বেড়াচ্ছে। কয়টি ম্যাচ খেলবেন, না-কি পুরো আসরেই দেখা যাবে। সব মিলিয়েই খোলাসা হচ্ছিল না কিছু।
এর মাঝেই এবার মুখ খুললেন সিলেট স্ট্রাইকার্সের ম্যানেজার নাফীস ইকবাল। এবারের টুর্নামেন্টেও সিলেটের হয়েই মাঠ মাতাবেন ম্যাশ। দলটি টুর্নামেন্টের শুরু থেকেই মাশরাফীকে পাওয়ার ব্যাপারে আশাবাদী। তবে এখনও নিশ্চিত করে কিছুই বলতে পারছে না ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ।
নাফীস ইকবাল বলেন, ‘মাশরাফীরটা এখনও বলা যাচ্ছে না। আমরা আশাবাদী প্রথম ম্যাচ থেকেই তাকে পাবো। আমরা জানি সে জাতীয় নির্বাচন করছিলো, সেটা দেশের একটা ব্যাপার। ভালো করেছে, অভিনন্দন তাকে। সে কিন্তু টুকটাক কাজ করে থাকে ফিটনেস নিয়ে। আমরা তার স্কিল নিয়ে জানি। সে যদি দুই-তিন দিন অনুশীলন করে তাহলে পারফর্ম করতে পারে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post