নিজস্ব প্রতিবেদকঃ চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দারুণ ফর্মে আছেন তাসকিন আহমেদ। বল হাতে কিপটেমি আর গতির ঝড় তুলছেন। তবে সেই তুলনায় উইকেট কমই পাচ্ছেন তিনি। দেশের এই তারকা পেসার এখন পর্যন্ত মাত্র ৪টি উইকেট পেয়েছেন। এছাড়া তার দল ঢাকা ডমিনেটর্সও তেমন সাফল্য পাচ্ছে না।
অপরদিকে ফর্মে আছেন মাশরাফী বিন মোর্ত্তাজাও। দেশের এই কিংবদন্তি ক্রিকেট নিয়মিত খেলেন না। তবুও ৯ উইকেট নিয়ে আসরের সর্বোচ্চ উইকেটশিকারি। দীর্ঘ দিনের ক্রিকেট ক্যারিয়ারে অনেক উত্থান-পতন হয়েছে।
তবে সব ছাপিয়ে সেই তিনিই সেরাদের তালিকায় এখন। তার বোলিংয়ে ঘাম ঝড়ছে ব্যাটারদের। তরুণ পেসাররা ছাড়িয়ে যেতে পারছেন না। এছাড়া ম্যাশের অধিনায়কত্বে উড়ছে সিলেট স্ট্রাইকার্স। সব মিলিয়ে মাশরাফীতে মুগ্ধ তাসকিন। দিয়েছেন ‘বস’ আখ্যা।
মাশরাফীর প্রশংসা করতে গিয়ে সংবাদ সম্মেলনে তাসকিন বলেন, ‘তাঁর যে মানের অভিজ্ঞতা, বলে শেষ করা যাবে না। ২০-২২ বছর ধরে টপ লেভেলের ক্রিকেট খেলছেন। মাশরাফী ভাই কী করবেন, এটা ব্যাটাররা জানার পরও মারতে পারে না। এত সুন্দর সঠিকভাবে বা কাটারটা খুব ইফেক্টিভ। উনার মতো কিংবদন্তীকে ব্যাখা করার কিছুই নেই আমার। উনি তো বস।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা
Discussion about this post