নিজস্ব প্রতিবেদকঃ আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে মাহমুদউল্লাহ রিয়াদ ফেরেন দেড় বছর পর। শ্রীলঙ্কার বিপক্ষে গত ৪ মার্চ ফেরার ম্যাচে ৩১ বলে করেন ৫৪ রান। তাঁর ব্যাটিং দেখে মুগ্ধ বাংলাদেশের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে।
সিরিজের তৃতীয় টি-টোয়েন্টির আগে মাহমুদউল্লাহকে নিয়ে সংবাদ সম্মেলনে আজ হাথুরু বলেন, ‘অনেক অভিজ্ঞতা নিয়েই সে খেলছে সেখানে। যেভাবে সে বিপিএল খেলেছে, আমি মনে করি সবাইকে দেখিয়েছে সে কতটা পরিণত। সে যথেষ্ট স্বাধীনতা নিয়ে খেলছে। যখন আমি বিশ্বকাপে দেখলাম, সে খুব স্বাচ্ছন্দ্যেই খেলে।’
মাহমুদউল্লাহর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ফেরার ম্যাচে বাংলাদেশ হেরে যায় কাছাকাছি গিয়ে। প্রথম টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কা আগে ব্যাটিং করে ৩ উইকেটে ২০৬ রান করে। রান তাড়া করতে নেমে বাংলাদেশ থেমে যায় ২০৩ রানে। ৩ রানে হেরে যাওয়ার পর দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশ হেসেখেলে ৮ উইকেটে ম্যাচ জিতে যায়। এভাবে বাংলাদেশের ঘুরে দাঁড়ানোয় ইতিবাচক দিক খুঁজে পেয়েছেন হাথুরু। বাংলাদেশের প্রধান কোচ বলেন, ‘শেষ ম্যাচে আমরা দারুণ খেলেছি। ম্যাচের পরিকল্পনা অনুযায়ী ব্যাটিং-বোলিংয়ে কার্যকর করতে পেরেছি। প্রথম ম্যাচ থেকে যেভাবে দ্রুত আমরা শিখেছি, সেটাই খুশির ব্যাপার।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post