স্পোর্টস ডেস্ক:: জাতীয় দলের বাইরে থাকা মাহমুদউল্লাহ রিয়াদকে এশিয়া কাপ ও বিশ্বকাপের দলে নিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন তার সমর্থকেরা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সম্প্রতি এশিয়া কাপের দল ঘোষণা করেছে। ১৭ জনের দলে জায়গা হয়নি অভিজ্ঞ এই ক্রিকেটারের।
এশিয়া কাপ দলে রিয়াদ না থাকাতে রাজপথে নেমেছেন তার সমর্থকেরা। ইতিমধ্যে ময়মনসিংহ ও ব্রাহ্মণবাড়িতে মানববন্ধন করেছেন তারা। আজ বুধবার ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনেও মানববন্ধন করেছেন সমর্থকেরা। তারা এই সিনিয়র ক্রিকেটারকে দলে নিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।
বুধবার বিকেল সাড়ে ৩টায় জাতীয় প্রেসক্লাবের সামনের সড়কে মানববন্ধন করেন সমর্থকেরা। সমর্থকেরা জানিয়েছেন, প্রধান কোচের চাপে রিয়াদকে দল থেকে বাদ দেওয়া হয়েছে। এই ক্রিকেটারকে ফেরানো না হলে তারা ক্রীড়ামন্ত্রী ও প্রধানমন্ত্রীর উদ্দেশে স্মারকলিপি দেবেন। মানববন্ধনে একজন রিয়াদ ভক্ত বলেন,, মাননীয় প্রধানমন্ত্রী একজন ক্রিকেটপ্রেমী মানুষ। ওনার হস্তক্ষেপ কামনা করছি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post