স্পোর্টস ডেস্ক:: আফগানিস্তানের বিপক্ষে শুরু হওয়া ক্যাম্পে ১৯ জুন দিনে অনুশীলন করে রাতেই কানাডার পথ ধরেছিলেন সাকিব। তিনি আবারো দেশে ফিরছেন, তবে এবার একা নন। তার সঙ্গে দেশে আসছেন স্ত্রী ও সন্তানেরা।
বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান এবার ঈদুল আযহা পরিবারের সাথেই উদযাপন করবেন। মাগুরায় মা-বাবার সাথে ঈদ পালন করতে রাতেই স্ত্রী, সন্তানদের নিয়ে ঢাকায় আসবেন বাংলাদেশের টেস্ট ও টি-২০ অধিনায়ক সাকিব আল হাসান।
আঙুলের ইনজুরির জন্য আফগানিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ খেলেননি। তবে ঢাকায় ফিরে অনুশীলন করেন। মিরপুরে যখন মুশফিক-লিটনরা খেলছিলেন, সাকিব তখন অনুশীলন করছিলেন। টেস্ট সিরিজ শেষেও অনুশীলন করেন তিনি।
তবে ১৯ জুন দিনে অনুশীলন করে রাতেই সাকিব কানাডার বিমানে চড়েন। ভক্ত-সমর্থকদের ধারণা ছিলো তিনি দেশের বাইরেই ঈদ উদযাপন করবেন। কিন্তুু সাকিব ঈদের আগেই আসছেন দেশে। মা-বাবার সাথে ঈদ করবেন এবং এরপর ৫ জুলাই থেকে শুরু হওয়া আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলবেনও।
সাকিবের দেশের আসার বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন বিসিবির বিমানবন্দর প্রটোকল কর্মকর্তা ওয়াসিম। তিনি সাংবাদিকদের জানান, সোমবার মধ্য রাতে স্ত্রী ও সন্তানসহ বিমানের ফ্লাইটে কানাডা থেকে দেশে ফিরবেন সাকিব। ঈদের আগে মাগুরা চলে যাবেন বাবা মার সাথে ঈদ করতে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post