স্পোর্টস ডেস্কঃ পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েই নাজাম শেঠি ঢেলে সাজান সবকিছু নতুন করে। কোচিং প্যানেলে পরিবর্তন আনতে যাচ্ছেন, সেই ব্যাপারে আগেই ইঙ্গিত দিয়ে রেখেছিলেন। এবার জানালেন, কাকে আনতে যাচ্ছেন প্রধান কোচ হিসেবে।
ফের মিকি আর্থারকে প্রধান কোচ করতে যাচ্ছে পাকিস্তান। ইতিমধ্যেই আর্থারের সাথে ৯০ শতাংশ কথা-বার্তা চূড়ান্ত হয়ে গেছে। কাগজে-কলমে চুক্তির বাকি আছে। আর এই বিষয়টি নিশ্চিত করেছেন পিসিবি চেয়ারম্যান নাজাম শেঠি। তিনি নিজে আর্থারের সাথে কথা বলছেন এই নিয়ে।
শুধু তাই নয়, নতুন কোচিং প্যানেলে আর্থারের সঙ্গী কারা হবেন, সেটার জন্য স্বাধীনতা দেওয়া হবে তাকে। এই দক্ষিণ আফ্রিকানই ঠিক করবেন, তার নেতৃত্বাধীন কোচিং প্যানেলে কারা কাজ করবেন।
এই প্রসঙ্গে নাজাম শেঠি বলেন, ‘ব্যক্তিগতভাবে মিকির সাথে কথা হয়েছে আমার। আমরা ৯০ শতাংশ কাজ সমাধান করে ফেলেছি। আশা করছি দ্রুতই মিকির ব্যাপারে জানাতে পারবো, কবে থেকে আমাদের সাথে যোগ দিচ্ছে সে। আমি চাই, এখানে আসার পর সে নিজের প্যানেল গড়ে তুলুক।’
এর আগেও পাকিস্তানের কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন মিকি আর্থার। ২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত কাজ করেছেন। জিতেছেন ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি, সেটাও ফাইনালে ভারতকে হারিয়ে। এছাড়া টি-টোয়েন্টিতে দলকে র্যাঙ্কিংয়ের শীর্ষে নিয়ে গিয়েছিলেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post