স্পোর্টস ডেস্কঃ বিশ্বকাপে আজ ভারত-নিউজিল্যান্ড লড়াই। রোববার ধর্মশালায় আগে ব্যাট করে ডারিল মিচেলের অনবদ্য সেঞ্চুরিতে ২৭৪ রানের চ্যালেঞ্জিং পুঁজি পেয়েছে কিউইরা। হার্দিক পান্ডিয়ার চোটে একাদশে সুযোগ পাওয়া মোহাম্মদ শামি শিকার করেছেন ৫ উইকেট।
টস হেরে আগে ব্যাট করতে নামা নিউজিল্যান্ডের ওপেনার ডেভন কনওয়েকে (০) শুরুতে মোহাম্মদ সিরাজ তুলে নেন। অন্য ওপেনার ইউল ইয়ংকে (১৭) সাজঘরে ফেরান শামি। দলীয় ১৯ রানে জোড়া উইকেট হারিয়ে বিপাকে পড়ে টম লাথামের দল। তিনে নামা বাঁ-হাতি স্পিন অলরাউন্ডার রচিন রবীন্দ্র ও চারে নামা ডারিল মিশেল।
১৫৯ রানের দুর্দান্ত জুটি গড়েন মিচেল-রবীন্দ্র জুটি। ফিফটির পর দুই ব্যাটারই সেঞ্চুরির পথে ছিলেন। রবীন্দ্র ৭৫ রান করে ফিরলে জুটি ভাঙে। বাঁ-হাতি ব্যাটার ৮৭ বল খেলে ছয়টি চার ও এক ছক্কায় ওই রান করেন। মিচেল শেষ ওভারে আউট হওয়ার আগে ১৩০ রান করেন। তার ১২৭ বলের ইনিংস সাজানো ছিল নয়টি চার ও পাঁচটি ছক্কার শটে। কিউইদের এই দুই ব্যাটার ছাড়া ব্যর্থ হয়েছেন বাকিরা।
গ্লেন ফিলিপস ২৬ বলে ২৩ রান করেন। মার্ক চাপম্যান (৬), মিশেল সাটনাররা (১) রান করতে না পারায় তিনশ’ ছাড়িয়ে যাওয়ার ইঙ্গিত দিয়েও আটকে গেছে নিউজিল্যান্ড। ভারতের হয়ে শামি ১০ ওভার বোলিং করে ৫৪ রান দিয়ে ৫ উইকেট নিয়েছেন। কুলদীপ যাদব নিয়েছেন ২ উইকেট। জাসপ্রিত বুমরাহ ও মোহাম্মদ সিরাজ ১টি করে উইকেট নিয়েছেন।
Discussion about this post