স্পোর্টস ডেস্ক:: লিওনেল মেসি। আর্জেন্টাইন ফুটবলের বড় তারকা, বিশ্ব ফুটবলের সুপার স্টার। বিশ্বকাপ জয়ী তারকা ইন্টার মায়ামিতে আর থাকতে চাইছেন না। আড়াই বছরের চুক্তি শেষের পথে। মেজর লিগ সকারের ক্লাবটির সাথে চুক্তি নবায়নের পথে এগুচ্ছেন না ফুটবলের এই মহাতারকা। লিওনেল মেসির মায়ামি অধ্যায় শেষ হতে চলেছে। বিশ্ব ফুটবলে এমন গুঞ্জন শুরু হয়েছে। বিশ্ব সেরাদের সেরাকে ধরে রাখতে মায়ামি অনেক চেষ্টা করছে, তবে এখনো বরফ গলেনি এলএমটেনের।
মেজর লিগের ক্লাবটিতে ২০২৫ সাল পর্যন্ত চুক্তি মেসির। ফুটবলের জাদুকার আমেরিকা ছাড়তে চাইছেন চুক্তির মেয়াদ ফুরালেই। নিজের এমন মনোভাবের কথা ঘনিষ্ঠজনদের কাছে বলছেন। সূত্র জানাচ্ছে, ক্লাব ছাড়তে চাইছেন তিনি, সে কারণে মায়ামি কর্মকর্তারা চুক্তি নবায়ন করতে চেয়ে বার বার কথা বলার চেষ্টা করলেও তিনি পাত্তা দিচ্ছেন না। ক্লাব কর্তারা বড় এই তারকার মন গলাতে চাইছেন। তবে খুব একটা কাজ হচ্ছে না।
গুঞ্জন উঠেছে, মেসি আবারো ফিরতে চান শৈশবের ক্লাবে। যেখান থেকে শুরু করে ছিলেন বুট-বলের মিতালী, সেই শুরুর ক্লাবে ফিরতে চান তিনি। ক্যারিয়ারের শেষ বেলায় কিছুটা সময় কাটাতে চান শুরুর বন্ধুর সাথে। মেটাতে চান বড় তারকা হয়ে উঠার ঋণ। আর্জেন্টাইন নিউওয়েল ওল্ড বয়েজে তাই যোগ দেওয়ার চিন্তা ভাবনা করছেন তিনি। ১৯৯৫ থেকে ২০০০ সাল পর্যন্ত এখানেই ফুটবল খেলেন তিনি। শুরুর জায়গায় গিয়ে ক্যারিয়ার শেষ করতে চাইছেন এবার।
আমেরিকার ক্লাব মায়ামিতে যাওয়ার আগে মেসির কাছে সুযোগ ছিলো সৌদীর ফুটবলে পাড়ি জমানোর।প্রো লিগের ক্লাব আল হিলাল মোটা অঙ্কের অফার দিয়ে ছিলো মেসিকে। তবে পরিবার, পরিবেশ সব কিছু বিবেচনায় ২০২৩ সালে মায়ামিকে বেছে নিয়ে ছিলেন লিওনেল মেসি। মার্কিন মুল্লুকের মোহ তার কাটছে এবার।
মিয়ামির আগে পিএসজিতে ছিলেন মেসি, ২০২১ সালে বার্সেলোনা থেকে গিয়েছিলেন প্যারিসে, সেখানেই ২০২২-২০২৩ মৌসুম কাটান। এরপর নানা অস্বস্তিতে পিএসজি ছাড়তে ব্যাকুল হয়ে উঠেন। সুযোগ বুঝে তা লুফে নেয় মিয়ামি। সকার লিগের ক্লাবটিতে যোগ দিয়েই আলো ছড়াতে থাকেন তিনি। হয়ে উঠেন ক্লাব ত্রাণকর্তা। গত মৌসুমে মিয়ামিকে মেজর লিগ সকারের প্লে অফে তুলেছিলেন। একই সঙ্গে গেলো বছর লিগ কাপ ট্রফি জয় করেন।
মায়ামিকে সাফল্য এনে দেওয়া মেসির এখন আর মন টিকছে না আমেরিকায়। ক্যারিয়ারের ইতি টানার প্রস্তুুতি তিনি শুরু করেছেন তিনি। ২০১৬ সালে মেসি এক সাক্ষাৎকারে নিজের দেশ আর্জেন্টিনার ক্লাবের হয়ে খেলার ইচ্ছা প্রকাশ করেছিলেন। শেষ বেলায় নিজের ইচ্ছে পূরণকে প্রাধান্য দিচ্ছেন তিনি।
আর্জেন্টিনার হয়ে আরো একটি বিশ্বকাপ খেলতে পারেন। দল আর্জেন্টিনা মেসিকে চাচ্ছে ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত। এরপরই এলএমটেন তার বুট জোড়া তুলে রাখবেন। যে বুটে মুগ্ধ করে রেখেছিলেন ফুটবল দুনিয়াকে। সারা বিশ্বে তৈরি করে ছিলেন অগণিত ভক্ত-সমর্থক। বিশ্বকে ফুটবলে মাতিয়ে রাখা লিওনেল মেসি আগামি বিশ্বকাপ পরেই বর্ণিল ক্যারিয়ারের ইতি টানবেন। তার আগে ফিরতে চাইছেন শুরুর ক্লাবে।
২০১৬ সালের ওই সাক্ষাৎকারে মেসি বলেন, ‘আমায় যদি একদিন পরই আর্জেন্টিনায় ফেরার প্রস্তাব দেওয়া হয়, আমি রাজি। যদি বলেন কোন ক্লাবের হয়ে খেলবেন, তাহলে অবশ্যই নিউওয়েলের হয়ে। আমার স্বপ্ন নিউওয়েলের হয়ে খেলার।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০