স্পোর্টস ডেস্ক:: তামিম ইকবাল খান অবশেষে মিরপুরে এলেন। জীবন-মৃত্যুর সন্ধিক্ষণ থেকে ফিরে আসা বাংলাদেশের সাবেক অধিনায়ক তামিম ইকবাল হোম অব ক্রিকেটে এসে সতীর্থদের খেলা দেখেছেন ড্রেসিং রুমে বসে। মোহামেডানে খেলা তামিম এবারের ডিপিএল ম্যাচ চলাকালে বিকেএসপিতে অসুস্থ হয়ে পড়েন।
হৃদরোগে আক্রান্ত তামিমের ফিরে আসা অলৌকিক। হাজারো সমর্থক, দেশবাসী আর পরিবারের দোয়ায় তামিম ফিরে আসেন। পরপর দু’বার হার্ট অ্যাটাকের দ্রুত সাভারের একটি হাসপাতালে তার হার্টে রিং পরানো হয়। পরবর্তীতে সাভার থেকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসা নেন তিনি।
চিকিৎসকরা তামিম ইকবালকে ক্রিকেট থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন। ফলে প্রিমিয়ার লিগে আর খেলা হচ্ছে না তার। লিগে শুরুতে মোহামেডানকে নেতৃত্ব দেন দিন। অসুস্থ হওয়ার দিনেও টস করেন। ফিল্ডিংয়ে নামার আগে অসুস্থ হয়ে পড়েন। দ্রুত নেওয়া হয় হাসপাতালে। এরপর থেকে মাঠের বাইরে তামিম।
আজ মিরপুরে চিরপ্রতিদ্বন্ধী আবাহনীর বিপক্ষে ম্যাচ ছিলো মোহামেডানের। গুরুত্বপূর্ণ সেই ম্যাচটি দেখতে মিরপুরে আসেন তামিম। বাসা থেকে নিজের গাড়ীতে কর তিনি মিরপুরে আসেন। এরপর প্রেসিডেন্ট বক্সে গিয়ে কিছুক্ষণ খেলা দেখেন। পরে নেমে আসেন ড্রেসিং রুমে। সাজঘরে বসে খেলা দেখেন নিজের দল মোহামেডানের।
এসএনপিস্পোর্টসোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক০০