স্পোর্টস ডেস্ক:: মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ৩ কোটি টাকার নতুন চেয়ার বসাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ভাঙাচোরা চেয়ারগুলোর জায়গায় নতুন করে বসানো হবে চেয়ার।
বিসিবি নতুন করে প্রায় সাড়ে সাত হাজার চেয়ার বসানোর উদ্যোগ নিয়েছে। আরএফএলের এই চেয়ারগুলো বসাতে বোর্ডের খরচ হচ্ছে তিন কোটি টাকা। গত বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেট চলাকালেই মিরপুরের ভাঙাচোরা চেয়ার নিয়ে বেশ আলোচনা-সমালোচনা হয়।
এরপরই ক্রিকেট বোর্ড নতুন চেয়ার বসানোর কথা জানায়। তবে নানা কারণে সেটি হয়নি। সম্প্রতি বোর্ড সভায় নতুন চেয়ার বসানোর অনুমোদন হয়। এবার ক্রিকেট বোর্ড সেই কাজও শুরু করছে।
জাতীয় ক্রীড়া পরিষদের মাধ্যমে ২০১১ বিশ্বকাপের আগে চেয়ারগুলো বসানো হয়েছিলো। যার মধ্যে ৭ হাজার হচ্ছে ফোল্ডিং চেয়ার। এই চেয়ারগুলো পরিবর্তন করা হচ্ছে। যার প্রতিটি ফোল্ডিং চেয়ারের দাম পড়েছে ৩ হাজার ৮৩০ টাকা। ২ কোটি ৬৮ লাখ ১০ হাজার টাকা বসছে নতুন চেয়ারগুলো।
এছাড়াও পূর্ব গ্যালারিতে বসানো হচ্ছে ২৬০টি ফিক্সড চেয়ার। প্রতিটির মূল্য ১ হাজার ৫ শত ৫০ টাকা। এ ছাড়া ৯২টি ফ্রেম স্ট্রাকচার নেওয়া হচ্ছে ৯২টি, যার প্রতিটির মূল্য ২ হাজার ৭৪০ টাকা করে। এখানে খরচ হচ্ছে ৬ লাখ ৫৬ হাজার টাকা। সব মিলিয়ে শুধু চেয়ার কেনা বাবদ খরচ হচ্ছে ২ কোটি ৭৪ লাখ টাকার বেশি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post