স্পোর্টস ডেস্ক:: মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ভেতরে তখন অনুশীলন করছে দক্ষিণ আফ্রিকা। আর বাইরে মিরপুর ছাত্র জনতার ব্যানারে সাকিব বিরোধী বিক্ষোভ। স্লোগানে স্লোগেন উত্তাল মিরপুর। সাকিব আল হাসানের দেশে ফেরার ইস্যুতে বৃহস্পতিবারও প্রতিবাদ অব্যাহত থেকেছে।
দুবাই থেকে সাকিবকে যুক্তরাষ্ট্রে ফেরত যেতে বলেছে বিসিবি। জুম মিটিংয়ের আয়োজন করে সাকিবের সঙ্গে কথা বলেন বোর্ডের শীর্ষ কর্তারা। সেখানেই আপাতত এমন বেসামাল পরিস্থিতিতে সাকিবকে দেশে না আসার জন্য বলা হয়। এরপর সাকিব দুবাই থেকে ঢাকাগামী ফ্লাইট বাতিল করেন।
সাকিবকে নিয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট দল ঘোষণার পর থেকেই আন্দোলন চলছে। বৃহস্পতিবার মিরপুরে বিক্ষোভ করে বোর্ড সভাপতি বরাবর স্মারকলিপি দিয়েছেন আন্দোলনকারীরা। সাকিব আল হাসানকে আওয়ামীলীগের দোসর বলে তাকে মিরপুরে খেলতে না দেওয়ার হুমকি দিয়ে রেখেছেন আন্দোলনকারীরা।
বৃহস্পতিবার কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে মিরপুরে অনুশীলন শুরু করে দক্ষিণ আফ্রিকা দল। টিক তখনি বাইরে সাকিব বিরোধী বিক্ষোভ চলে। ঢাকায় চলা আন্দোলন নিয়ে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ‘ক্রিকইনফো’কে সাকিব বলেন, ‘পরবর্তী সময়ে কোথায় যাব, জানি না। তবে এটা প্রায় নিশ্চিত যে আমি দেশে ফিরছি না।’
আজ দুপুরে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের প্রধান ফটকের সামনে ‘মিরপুর ছাত্রজনতা’র ব্যানারে বিক্ষোভ ও মানববন্ধনের আয়োজন করা হয়। পরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুক আহমেদ বরাবর দেওয়া স্মারকলিপিতে বলা হয়, সাকিবকে খেলানো হলে ম্যাচের দিন কঠোর কর্মসূচি দেওয়ার হুমকি দিয়েছেন আন্দোলনকারীরা। স্মারকলিপিতে বলা হয়- কর্মসূচির জেরে কোনো অরাজকতা সৃষ্টি হলে বা দেশের ক্রিকেট কোনোভাবে ক্ষতিগ্রস্ত হলে বিসিবিকে এর দায়ভার নিতে হবে।
২১ অক্টোবর শেরেবাংলা স্টেডিয়ামে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্ট শুরু হবে। টেস্ট সিরিজ খেলতে এরই মধ্যে ঢাকায় পৌঁছেছে দক্ষিণ আফ্রিকা দলও। বৃহস্পতিবার মিরপুর স্টেডিয়াম সংলগ্ন একাডেমি মাঠে দক্ষিণ আফ্রিকার অনুশীলন ছিলো। দলটির অনুশীলনকালে মিরপুর স্টেডিয়াম প্রাঙ্গনেই হয়েছে সাকিব বিরোধী বিক্ষোভ ও মানববন্ধন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০