স্পোর্টস ডেস্ক:: বিপিএল শুরুর আগেই মিরপুরের হোম অব ক্রিকেটে সাড়ে ৭ হাজার নতুন চেয়ার বসাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ভাঙা চেয়ারগুলো সরিয়ে ফেলা হচ্ছে গ্যালারি থেকে।
টাইগারদের হোম অব ক্রিকেটের ক্যাপাসিটি ২৫ হাজার। এর মধ্যে প্রায় চেয়ার ভাঙা। দীর্ঘ দিন থেকে এসব ভাঙা চেয়ারে বসেই খেলা দেখছিলেন দর্শকেরা। তবে এবার ক্রিকেট বোর্ড উদ্যোগী হয়েছে। ভাঙাচোরা চেয়ারগুলো সরিয়ে ফেলা হচ্ছে।
১৯ জানুয়ারি শুরু হবে বিপিএলের দশম আসর। তার আগেই গ্যালারির ভাঙা চেয়ারগুলো সরিয়ে ফেলা হবে।স্থাপন করা হবে নতুন এসব চেয়ার। বিশেষ করে স্টেডিয়ামের উত্তর-দক্ষিণ ক্লাব হাউস ও পূর্ব গ্যালারির আসন বেশি ভাঙা।
মূলত বেশি ভাঙা এই দু’টি অংশেই বসানো হবে নতুন সাড়ে সাত হাজার চেয়ার। বিসিবির গ্রাউন্ডস বিভাগের ম্যানেজার সৈয়দ আবদুল বাতেন বলেছেন, ‘পূর্ব গ্যালারিতে সাড়ে তিনশ’র মতো চেয়ার বসানো হবে। মূল সমস্যা উত্তর ও দক্ষিণের ক্লাব হাউস গ্যালারিতে। সেখানের ভাঙা চেয়ারগুলো সরিয়ে নতুন চেয়ার বসানো হবে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post