নিজস্ব প্রতিবেদক:: ক্রিকেট পাড়ায় টাইগারদের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের বিদায়ের সুর। শ্রীলঙ্কান এই কোচ নানা কারণে ‘বিতর্কিত’ বাংলাদেশের ক্রিকেটে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বর্তমান সভাপতি ফারুক আহমদ টাইগার কোচের উপর বেশ অসন্তুুষ্ট। দায়িত্ব গ্রহণের দিনই জানিয়ে ছিলেন, চন্ডিকা হাথুরুসিংহের ইস্যুতে তার আগের অবস্থানই অটুটু। হাথুরুর একজন কড়া সমালোচক ছিলেন বর্তমান বোর্ড প্রেসিডেন্ট।
পাকিস্তান সিরিজে দারুণ সাফল্যের পর হাথুরুসিংহে কিছুটা স্বস্তিতে ছিলেন। তবে ভারত সিরিজে দুই ফরম্যাটে হোয়াইটওয়াশের পর তার অস্বস্তিতটা শুরু হয়ে যায়। দুই ম্যাচের টেস্ট সিরিজ, তিন ম্যাচের টি-২০ সিরিজের সবক’টিতে্ হেরে যায় বাংলাদেশ। নুন্যতম লড়াইও করতে পারেনি টাইগাররা। ফলে বোর্ডের অসন্তুুষ্টি আরো বেড়ে যায়। তার ওপর গত ওয়ানডে বিশ্বকাপ চলাকালে একজন ক্রিকেটারের গায়ে হাত তুলেন কোচ। সব মিলিয়ে তার বিদায়টা নিশ্চিত।
জানা গেচে, মূলত অসদাচরণ ও আচরণবিধি ভাঙার অভিযোগেই শ্রীলঙ্কান এই কোচকে মেয়াদ শেষ হওয়ার আগে বিদায় দিতে যাচ্ছে বিসিবি। অভিযোগ আছে তামিম ইকবাল ও সাকিব আল হাসানের মধ্যকার বিভেদে ভূমিকা রাখেন তিনি। দুই দলের সিনিয়র ক্রিকেটারের বিবেদকে সুযোগ হিসেবে কাজে লাগান তিনি। আছে অতিরিক্ত ছুটির গুরুতর অভিযোগও।
বিসিবির সাথে চুক্তি অনুযায়ী বছরে ৪৫ দিন ছুটি পাওনা থাকলেও চলতি মেয়াদের প্রথম বছরে তিনি অতিরিক্ত ছুটি কাটিয়েছেন ৬৭ দিন এবং দ্বিতীয় বছরে এখন পর্যন্ত অতিরিক্ত ১৪ দিন ছুটি কাটিয়েছেন হাথুরুসিংহে। এমতাবস্থায় চুক্তিভঙের অভিযোগ এনে কড়া পদক্ষেপ নিচ্ছে বিসিবি। হাথুরুসিংহেকে ‘বিদায়’ বলাটা এখন শুধুই সময়ের ব্যাপার মাত্র বিসিবির। এমনকি সেটি হয়ে যেতে পারে আসন্ন দক্ষিণ আফ্রিকা সিরিজের আগেই।
দক্ষিণ আফ্রিকা সিরিজের আগে এই কোচের বিদায় হলেও অবাক হওয়ার মতো কিছু থাকবে না। ক্রিকেট বোর্ড তাকে বিদায় দেওয়ার প্রায় সব ধরণের প্রস্তুুতি নিয়েই রেখেছে। সেক্ষেত্রে এখনি তার বিদায় নিশ্চিত হয়ে গেলে প্রোটিয়া সিরিজে কে দায়িত্ব পালন করবেন সেটিও ঠিক করে রাখা হয়েছে। টাইগার শিবিরে প্রভাবশালী এই কোচের দ্বিতীয় মেয়াদের ক্যারিয়ার খুব একটা দীর্ঘ হচ্ছে না।
আগামি বছরের চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত চন্ডিকা হাথুরুসিংহের চুক্তি ছিলো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে। চু্ক্তির শর্ত ভঙ্গের অভিযোগ এনে বিসিবি তাকে নির্ধারিত মেয়াদের আগেই ছাঁটাই করছে।দু’এক দিনের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দেবে বোর্ড।
পাকিস্তান সিরিজ শেষে চন্ডিকা হাথুরুসিংহে ঢাকায় ফিরে ছিলেন। কিন্তুু বোর্ডের নতুন সভাপতি ফারুক আহমদ সাক্ষাৎ করেননি তার সাথে। ভারত সিরিজ শেষেও ঢাকায় ফিরেছেন হাথুরুসিংহে। এখনো পর্যন্ত বিসিবি সভাপতি ফারুক আহমদ সময় দেননি টাইগার হেড কোচকে। ক্রিকেট সংশ্লিষ্টদের ধারণা, ফারুক আহমদ শেষ বেলায় সৌজন্যে সাক্ষাতে বিদায় জানাবেন এই কোচকে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০