নিজস্ব প্রতিবেদকঃ ‘টেস্ট ক্রিকেটার’ তকমা জুটে গিয়েছিল মুমিনুল হকের কাঁধে। যার জন্য ঘরোয়া অন্যতম টুর্নামেন্ট বিপিএলেও দল পাননি এই বাঁহাতি ব্যাটার। সেই মুমিনুল এর আগে অনেকবার প্রমাণ করেছেন, তিনি শুধুমাত্র টেস্ট ক্রিকেটারই নন। ফের একবার যেন সেটাই প্রমাণ করলেন জাতীয় দলের তারকা।
চলছে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। সেখানে দারুণ এক ইনিংস খেলেছেন মুমিনুল। রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবের হয়ে বিস্ফোরক ব্যাটিংয়ে নজর কেড়েছেন আলাদাভাবে। মোহামেডান স্পোর্টিং ক্লাবের বোলারদের করেছেন তুলোধুনো। তার ইনিংসে ভর করে বিশাল রানের পুঁজি পায় রূপগঞ্জ।
মিরপুরের শের-ই বাংলায় বৃষ্টিবিঘ্নিত রূপগঞ্জ-মোহামেডানের ম্যাচ নেমে আসে ২১ ওভারে। পৌনে ২টায় শুরু হওয়া ম্যাচে যেখানে টস হেরে ব্যাট করতে নেমে ২১ ওভারে ৫ উইকেট হারিয়ে ২২২ রানের বিশাল সংগ্রহ পায় রূপগঞ্জ। ওপেনিংয়ে নেমে ব্যাট হাতে ৪১ বলে ৭৪ রানের ঝড়ো ইনিংস খেলেছেন মুমিনুল। ১৮০’র বেশি স্ট্রাইক রেটে ব্যাট করে ১১ বাউন্ডারি ও ১ ছক্কার মারে সাজান নিজের ইনিংস। ৩১ বলে পূরণ করেন ফিফটি।
যদি খালেদের বলে স্কুপ করতে গিয়ে উইকেটের পেছনে থাকা মাহিদুল ইসলাম অঙ্কনের দারুণ ক্যাচে পরিণত না হতেন, তাহলে আরও বড় হতে পারতো মুমিনুলের ইনিংস। আসরে এই নিয়ে টানা দুই ফিফটি হাঁকিয়েছেন মুমিনুল। প্রথম ম্যাচেও খেলেছেন ৬৫ রানের ইনিংস। কিন্তু সেটা ধীর গতির ইনিংস ছিল। এবার বিধ্বংসী রূপ দেখালেন তিনি।
মুমিনুলের দারুণ ব্যাটিংয়ের দিনে ব্যাট হাতে ঝড় তুলেছেন ভারতের অমনদীপ খেরও। টপ অর্ডারে নেমে ৩৬ বলে ৮ বাউন্ডারি ও ৩ ছক্কায় ৬৩ রানের ক্যামিও ইনিংস খেলেন তিনি। এছাড়া ২ বাউন্ডারি ও ৩ ছক্কায় ২১ বলে ৩৭ রান করেন শামীম পাটোয়ারি। ব্যাটিংয়ে শুরু থেকেই আক্রমণাত্বক থাকায় বড় পুঁজি পায় রূপগঞ্জ।
মোহামেডানের হয়ে খালেদ আহমেদ ২টি, রুয়েল মিয়া ও সৌম্য সরকার ১টি করে উইকেট লাভ করেন।
বিশাল পুঁজি পেলেও, লাভ হয়নি রূপগঞ্জের। কেননা ব্যাটিংয়েই নামতে পারেনি মোহামেডানের। ম্যাচ পরিত্যক্ত হয় নির্ধারিত সময় পার হয়ে যাওয়ায়। আলোক স্বল্পতা ও বৃষ্টিতে খেলা যায়নি পুরোপুরি। বৈরি আবহাওয়ার কারণে তাই দুই দলকেই পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়তে হয়। দুই দলেরই দুটি করে ম্যাচে ১ করে পয়েন্ট নামের পাশে। নিজেদের প্রথম ম্যাচে রূপগঞ্জ ও মোহামেডান হার দেখেছিল।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা
Discussion about this post