স্পোর্টস ডেস্কঃ দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে হারল বাংলাদেশ। ইংল্যান্ডের বিপক্ষে সোমবার ৪ উইকেটে হেরেছে নাজমুল হোসেন শান্তর দল। বিশ্বকাপে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচটিতে দাপুটে জয় পেয়েছিল টাইগাররা। তবে সেই ধারাবাহিকতা ধরে রাখত পারল না তারা। হারের তেঁতো স্বাদ নিয়ে গোয়াহাটি ছাড়ছে দল। আগামী ৭ অক্টোবর ধর্মশালায় আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে মূল বিশ্বকাপ শুরু হবে বাংলাদেশের।
শ্রীলঙ্কা ম্যাচে ফিফটি হাঁকিয়েছিলেন মেহেদি হাসান মিরাজ। এবার ইংল্যান্ডের বিপক্ষেও ফিফটির দেখা পান ডানহাতি এই ক্রিকেটার। দুই প্রস্তুতি ম্যাচে ফিফটি হাঁকিয়ে, ব্যাটিং অর্ডারে প্রোমোশনের দাবিটা দিন দিন জোরালো করছেন মিরাজ। তার ব্যাটে রান পাওয়াটা দলের জন্যও ইতিবাচক হিসেবেই দেখছেন নাজমুল হোসেন শান্ত।
ইংলিশদের বিপক্ষে ম্যাচ শেষে শান্ত বলেন, ‘মেহেদি অসাধারণ খেলছে। এটা আমাদের জন্য সৌভাগ্যের, সে যেকোনো পজিশনে ব্যাট করতে পারে। যেটা এই টুর্নামেন্টে আমাদের সাহায্য করবে।’ শান্ত প্রশংসা করেছেন দলের পেস বোলারদের। তিনি বলেন, ‘আমাদের জন্য এটা খুব ভালো একটা ম্যাচ ছিলো। সবার প্রস্তুতি খুব ভালো হয়েছে। বিশেষ করে আমাদের ফাস্ট বোলারদের কথা বলতে হয়। ওরা দারুণ বোলিং করেছে। প্রথম ম্যাচে এটা আমাদের সাহায্য করবে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post